TECHNOLOGY

Upcoming 5G smartphones: বছরশেষে কম বাজেটে 5G স্মার্টফোন কেনার দুর্দান্ত সুযোগ! বাম্পার অফারে চমকে যাবেন

Follow Us Upcoming 5G smartphones: কম বাজেটে 5G স্মার্টফোনের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একাধিক অপশন। Realme এবং Poco-আগামী সপ্তাহে বাজারে লঞ্চ করতে চলেছে ব্র্যাণ্ডের 5G স্মার্টফোন । আপনি যদি বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোনের সন্ধান করে থাকেন তাহলে এই ফোনগুলি হতে পারে আপনার জন্য ভাল বিকল্প। সাশ্রয়ী মূল্যে নতুন স্মার্টফোন কেনার এক দুর্দান্ত সুযোগ। দেখে নিন আগামী সপ্তাহে কোন কোন স্মার্ট ফোন লঞ্চ হতে চলেছে এবং এতে কী কী ফিচার রয়েছে? Poco C75 5G Poco ১৭ ডিসেম্বর ভারতে Poco C75 5G লঞ্চ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনটি Android 14-রান করবে। এতে অক্টা-কোর Snapdragon 4s Gen 2 প্রসেসর থাকবে বলেই আশা। এর সাথে, এটি 4GB ফিজিক্যাল র‌্যাম এবং 4GB ভার্চুয়াল র‌্যাম পাবে বলেই রিপোর্ট। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এর স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এই 5G ফোনের দাম 9,000 টাকার কম। Realme 14 Pro এই ফোনটি ১৮ ডিসেম্বর লঞ্চ হবে। Realme 14 Pro তে থাকবে Snapdragon 7s Gen 3 প্রসেসর । অনুমান করা হচ্ছে যে এটি 8GB এবং 12GB RAM এবং 128GB, 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে। এতে থাকতে পারে একটি ট্রিপল-লেন্স রিয়ার ক্যামেরা। যার মধ্যে থাকবে 50MP প্রাইমারি ক্যামেরা। এই স্মার্টফোনে থাকবে একটি শক্তিশালী ব্যাটারি। যাতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর দাম হতে পারে 15,000 টাকা। Realme 14x 5G Realme এই ফোনটিও ১৮ ডিসেম্বর লঞ্চ করবে। এই স্মার্টফোনটিতে তিনটি আলাদা RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর মধ্যে টপ ভেরিয়েন্টটিতে থাকবে 8GB RAM এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। থাকতে পারে একটি ডায়মন্ড কাট ডিজাইন। এটিই হবে দেশের প্রথম 5G স্মার্টফোন যেটি15,000 টাকার কম দামে IP69 রেটিং সহ লঞ্চ হবে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.