WEST-BENGAL

Sovondeb Chatterjee: ‘চক্রান্তের শিকার তরুণী, CBI দেখুক কারা আসল দোষী’, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী শোভনদেবের

Sovondeb Chatterjee-RG Kar Incident: আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতি বাংলা জুড়ে। নৃশংস এই ধর্ষণ-খুনে দোষী বা দোষীদের চরম শাস্তির দাবিতে প্রতিদিন আন্দোলনের সুর আরও চড়া হচ্ছে। এরই মধ্যে আরজি করের ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নারকীয় এই হত্যাকাণ্ড প্রসঙ্গে টেলিফোনে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধিকে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “একটা মেয়েকে ধর্ষণ করল, খুন করল আর হাসপাতালের মধ্যে কেউ জানতেই পারল না… একটা ছেলে হাসপাতালে ঢুকে এই সব ঘটিয়ে গেল, এটা আমার বিশ্বাস হয় না। আমার মনে হচ্ছে এর মধ্যে গভীর চক্রান্ত আছে। এতগুলো ডাক্তার রয়েছেন, তাঁরা কেউ দেখতে পেলেন না, কেউ জানতে পারলেন না। একজন সিভিক ভলান্টিয়ার ঢুকে নৃশংসভাবে খুন করে দিয়ে চলে গেল। এটা আমার কাছে অবিশ্বাস্য লাগছে।” তিনি আরও বলেন, “সিবিআই দেখুক কারা আসল দোষী। আমরা সব দোষীর শাস্তি চাই। আমার মনে হয়েছে মেয়েটি গভীর চক্রান্তের শিকার হয়েছেন। বাইরের লোক কেউ নেই। যারা আছে সবাই ভেতরের লোক। যারা আছে তাঁদের ;চিহ্নিত করতে হবে। কলকাতা পুলিশও চেষ্টা করেছিল। এখন সিবিআইয়ের হাতে চলে গেছে। আমি চাই এটার সুরাহা হোক। দোষীরা শাস্তি পাক।” আরও পড়ুন- CBI Raid: ১২ ঘণ্টারও বেশি ম্যারাথন তল্লাশি, সন্দীপের বাড়ি থেকে অবশেষে বেরোল CBI, কী পেলেন গোয়েন্দারা? আরও পড়ুন- West Bengal Weather Update: আজও বেলা গড়ালেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, কাঁপানো দুর্যোগ কোন কোন জেলায়? এদিকে, আরজি কর কাণ্ডে রবিবারই টানা ১২ ঘণ্টা ৪০ মিনিট ম্যারাথন তল্লাশি চলে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে। গতকাল সাতসকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সূত্রের খবর, সন্দীপের বাড়ি থেকে বহু নথিপত্র নিয়ে গিয়েছেন তাঁরা। আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে গতকাল সন্দীপ ঘোষের বাড়ি-সহ কলকাতা ও লাগোয়া এলাকার মোট ১৫টি জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। আরও পড়ুন- Sundarban-Royal Bengal Tiger: সুন্দরবনে প্রকাণ্ড বাঘের মুখে পর্যটকরা! পরের ঘটনা জানলে… Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App . Web Title: Sovandeb chattopadhyay feels that the young doctor of rg kar is a victim of conspiracy None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.