WEST-BENGAL

Road Accident: জাতীয় সড়কে গা শিউরে ওঠার মতো দুর্ঘটনা! প্রায় ছিন্নভিন্ন ৫ যুবক

Road Accident: বেপরোয়া গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু গাড়ির পাঁচ যাত্রীর। ওই গাড়ির আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাঁদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কাঁটাগড় এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। যদিও মৃতদের নাম এবং পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে মৃত পাঁচজনের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। মৃত এবং আহতদের বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় জাইলো গাড়ির এক যাত্রীর মুণ্ড ধড় থেকে আলাদা হয়ে গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে চার চাকার গাড়ির যাত্রীদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, কালিয়াচক থেকে মালদা শহরের দিকে আসছিল ওই চার চাকার গাড়িটি। ওই গাড়িতে চালকসহ মোট সাতজন ছিলেন। কাঁটাগড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি একটি লরিকে সজোরে ধাক্কা মারে । সেই সময় দুটি গাড়িরই গতি নিয়ন্ত্রণের বাইরে ছিল বলে অভিযোগ। আরও পড়ুন- RG Kar Incident Kolkata: আরজি কর কাণ্ড থেকে শিক্ষা, নারী নিরাপত্তায় বিশেষ জোর, চালু ‘রাতের সাথী’ অ্যাপ এই সংঘর্ষে ওই চার চাকার গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আর তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় ওই চার চাকার গাড়ির পাঁচ জন যাত্রী। পিছনে বসে থাকা দু’জন যাত্রী গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর জানতে পেরে আশেপাশের লোকজন ছুটে গিয়ে মৃত এবং আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এরপরই এই ভয়াবহ পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। আরও পড়ুন- RG Kar Incident Kolkata: ‘মেয়েটা যেন বিচার পায়’! অশক্ত শরীরে পথে নেমে প্রতিবাদ, নজির গড়লেন বৃদ্ধা পরে এই পথ দুর্ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার আলিপুর এলাকা থেকে মৃত এবং আহতদের আত্মীয়রা মালদা মেডিকেল কলেজে গভীর রাতে ভিড় করেন। মৃতদের পরিবারের বক্তব্য, মালদা শহরে ওই চার চাকার গাড়ির ভাড়া করে কয়েকজন বন্ধুরা আসছিল। কাঁটাগড় এলাকায় দুর্ঘটনাতেই এমন বিপত্তি ঘটবে সেটা কেই বা জানত। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App . Web Title: Malda road accident 5 are died None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.