WEST-BENGAL

RG Kar Protest: মেয়ের বিচার চেয়ে মায়ের পুজোয় সরকারি অনুদানে ‘না’, সিদ্ধান্ত কাদের জানলে চমকে যাবেন!

RG Kar Incident-Durga Puja: মেয়ের বিচার চাইতে মায়ের পুজোর সরকারি অনুদানের টাকায় ‘না’! এবারের দুর্গাপুজোয় রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান নেবেন না বলে আগেই হুগলির জেলাশাসককে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন উত্তরপাড়ার দুটি ক্লাবের কর্তারা। এবার ‘উত্তরপাড়া শক্তি সংঘ’ এবং ‘আপনাদের দুর্গাপুজো’ নামে দুটি ক্লাবের দেখানো পথেই হাঁটল এই এলাকারই মহিলা পরিচালিত একটি দুর্গাপুজো কমিটি। উত্তরপাড়া ভদ্রকালী এলাকার ‘বৌঠান সংঘ’ পরিচালিত দুর্গাপুজো কমিটি এবারের পুজোয় সরকারি অনুদান নেবে না বলে জানিয়ে দিয়েছে। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পুজো কমিটি আরজি কর কাণ্ডের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। মূলত পাড়ার মহিলারা একজোট হয়ে এই দুর্গাপূজার আয়োজন করেন। এই পুজো কমিটির পক্ষে রিনা দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা প্রতিবার পুজোর অনুদান নিয়ে থাকি। তবে এই বছর আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা অনুদান নিচ্ছি না। নির্মমভাবে চিকিৎসককে নির্যাতন করে মারা হয়েছে। দোষীদের শাস্তির দাবি করছি আমরাও।” অপর এক সদস্যা ঋতুপর্ণা দাশগুপ্ত বলেন, “আমরা আমাদের সিদ্ধান্ত আমাদের কমিটির প্যাডে লিখে হুগলির জেলাশাসকের কাছে পাঠিয়ে দিয়েছি।” আরও পড়ুন- Police Initiative: পড়ুয়াদের মন পড়বে পুলিশ! সমাজের স্বার্থে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা সর্বত্র শনিবারই আরজি করের নির্যাতিতর স্মৃতিতে এলাকার ‘বৌঠান সংঘ’-এর সদস্যারা মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করেছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনও উত্তাল গোটা বাংলা। ফি দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছেন অগণিত মানুষজন। রাজনৈতিক দলগুলিও নিজেদের মতো করে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করছে। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি করে চিকিৎসকের ধর্ষণ-খুনের পাশাপাশি পাহাড় প্রমাণা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে সিবিআই। আরও পড়ুন- CBI-এর ভ্রান্তিবিলাস! মা তারা ট্রেডার্সের বদলে বিল্ডার্স মালিকের বাড়িতে হানা আরও পড়ুন- Travel: স্নিগ্ধ-শীতল পাহাড়ি গ্রামে হাত বাড়ালেই মেঘ! চোখ জুড়নো এতল্লাট উত্তরবঙ্গের নতুন আবিস্কার! অন্যদিকে, আদালতের অনুমতি নিয়ে ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। আজ রবিবার পলিগ্রাফ পরীক্ষা ধৃত সঞ্জয় রাইয়ের। সেই সঙ্গে আরজি করের চার জুনিয়র চিকিৎসক ও আরও এক সঞ্জয় ঘনিষ্ঠেরও পলিগ্রাফ পরীক্ষা। আরজি কর কাণ্ডের শিকড়ে পৌঁছতে মরিয়া হয়ে উঠেছেন তদন্তকারী অফিসাররা। Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App . Web Title: Uttarpara bouthan sangha will not take government donation for durga puja in protest against rg kar incident None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.