WEST-BENGAL

RG Kar Incident Kolkata: ‘মেয়েটা যেন বিচার পায়’! অশক্ত শরীরে পথে নেমে প্রতিবাদ, নজির গড়লেন বৃদ্ধা

RG Kar Incident Kolkata: আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে গর্জে উঠলেন বছর নব্বইয়ের এক বৃদ্ধা। তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে উত্তাল রাজ্য। বিক্ষোভে ফুঁসছে কলকাতা । IMA-র ডাকে সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা। এবার মোমবাতি হাতে আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন বছর নব্বইয়ের বৃদ্ধা মায়া রানী চক্রবর্তী। রাত দখলের হাতে মোমবাতি নিয়ে আর পাঁচ জন সাধারণ মানুষের মত পথে নেমে প্রতিবাদে সামিল হলেন তিনি। দোষীদের শাস্তির দাবিতে তুললেন জোরালো আওয়াজ। আরজি কর কাণ্ড নাড়িয়ে দিয়েছে সমাজ তথা দেশকে। যেভাবে ৩৬ ঘন্টা টানা ডিউটি শেষে বিশ্রামে গিয়ে মর্মান্তিক পরিণতি হয়েছে তরুণী চিকিৎসকের তা কিছুতেই মেনে নিতে পারছেন তা ৯ থেকে ৯০ কেউ;ই। দিকে দিকে জোরালো হচ্ছে প্রতিবাদ। উঠছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। এরই মধ্যে এক স্বতঃস্ফূর্ত আন্দোলনের সাক্ষী থেকে কলকাতা থেকে জেলা সর্বত্র। রাজপথে মধ্যরাতে দাপিয়ে বেড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছে সমাজের মেয়েরা। সেই মিছিলেই মোমবাতি নিয়ে হেঁটে আরজি কর কাণ্ডে বিচার চাইতে পথে নেমেছিলেন মায়া রানী চক্রবর্তী। আরও পড়ুন – [ BJP on doctor rape-murder case: ‘মমতাকে দেখলে অবাক হবেন কিম জং উন’, আরজি কর কাণ্ডে বেনজির তোপ বিজেপির ] তিনি এক সাক্ষাৎকারে বলেন, ” আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তি চাই। কোন ভাবেই যেন দোষীদের আড়াল করা না হয় একটাই দাবি। আমারও মেয়ে আছে, নাতনীরা রয়েছে। তারা যাতে নিরাপদে পথে ঘাটে যাতায়াত করতে পারে তা আমাদের সরকারকে নিশ্চিত করতে হবে। রাস্তাঘাটে বাড়ির মেয়েরা বেরোলেই এখন ভয় হয়। আদৌ তারা নিরাপদে বাড়ি ফিরবে তো?” Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App . Web Title: 90 years old woman mayarani chakraborty protest on rg kar incident None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.