WEST-BENGAL

RG kar Case: আরজি কর ইস্যুতে মেডিক্যাল কলেজগুলিতে শিকেয় পরিষেবা! সুরাহায় চিকিৎসকদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য কর্তারা

Swastha Bhavan officials meet with doctors’ representatives: স্বাস্থ্য সচিবের আহ্বানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এক প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় গিয়েছিল স্বাস্থ্য ভবনে। জানা গিয়েছে, বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সরকারি মেডিক্যাল কলেজগুলিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। আলোচনায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ছাড়াও IMA-র পশ্চিমবঙ্গ শাখা, প্রোটেক্ট দি ওয়ারিয়র্স, সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার এবং আরজিকর মেডিকেল কলেজের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও ছিলেন। আর ব্যক্তি হিসেবে ছিলেন চিকিৎসক কুণাল সরকার। অবস্থা স্বাভাবিক করার জন্য প্রশাসনের কাছে একাধিক দাবির কথা বলেছেন জয়েন্ট প্ল্যাটফর্মের পক্ষ থেকে। দুষ্কৃতীদের গ্রেফতার, RG Kar ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বৃত্ত চক্র যা অপরাধের সঙ্গে সামনে আসছে তাদের শাস্তি, মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের অবাঞ্ছিতভাবে এই অপরাধের ঘটনায় অনুপ্রবেশ, মিথ্যে খবর প্রচার, তদন্তে দেরি, FIR-এ দেরি, ভাঙচুর করে তথ্য লোপাটের অভিযোগ.. এগুলোর পূর্ণাঙ্গ তদন্ত, ১৪ আগস্ট রাতের দুষ্কৃতী হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের কোনও প্রশাসনিক পদে না রাখা, চিকিৎসকদের মারধরে অভিযুক্তদের গ্রেফতার, জালিয়াতি করে নির্বাচিত ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল ভেঙে দেওয়া , “রাত্তির সাথী” বাতিল করা এবং প্রাসঙ্গিক অন্যান্য সব কিছু বলা হয়। ড. মানস গুমটা বলেন, “স্বাস্থ্য সচিব আমাদের কথা শোনেন এবং নোট করেন। তিনি বলেছেন যে, আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন, কিন্তু তার কাছ থেকে আমরা কোনও ইতিবাচক প্রতিশ্রুতি পাইনি। কাজেই আজকের আলোচনা এই মুহূর্তে দাঁড়িয়ে ফলপ্রসূ হয়েছে বলা যাচ্ছে না। অভয়ার সঙ্গে হওয়া অন্যায়ের ন্যায়বিচার এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় অরাজকতার বিরুদ্ধে লড়াইয়ে আমরা এক পা ও পিছিয়ে আসছি না।” আরও পড়ুন- CBI Raid in Sandip Ghosh’s House: সাতসকালে সন্দীপ ঘোষের বাড়িতে CBI, হানা প্রাক্তন অধ্যক্ষের ঘনিষ্ঠদের ঠিকানাতেও Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App . Web Title: Swastha bhavan officials meet with doctors representatives to break the deadlock of medical colleges over the rg kar issue None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.