WEST-BENGAL

Biswanath Chowdhury: ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষমেশ হার! প্রয়াত বাম আমলের কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী

Biswanath Chowdhury Demise: প্রয়াত রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী (Biswanath Chowdhury)। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। রাজ্য সরকারের উদ্যোগে তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার SSKM হাসপাতালে। চিকিৎসা চলাকালীন শনিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষমেষ হার মারলেন বাম আমলের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। একটানা সাতবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) থেকে RSP-র টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। একটানা দীর্ঘদিন ধরে রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দফরের দায়িত্ব সামলেছিলেন বিশ্বনাথ চৌধুরী। ১৯৮৭ থেকে একটানা ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি। ২০১১ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। বছর কয়েক আগে রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী ক্যান্সারে আক্রান্ত হন। এরপর নানা হাসপাতালে তাঁর চিকিৎসা করিয়েছে পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে তাঁর অসুস্থতার খবর পৌঁছোয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রাক্তন কারা মন্ত্রীকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করা হয়। প্রাক্তন মন্ত্রীর যাবতীয় চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগেভাগে জেনে নিন! নয়তো ১ অগাস্ট থেকেই ঘোর সমস্যায় পড়তে পারেন! চলতি মাসের ১৬ তারিখে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। সেদিন থেকেই তাঁর চিকিৎসা চলছিল হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App . Web Title: Former wb minister biswanath chowdhury demise None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.