NEWS

Rainbow Sugarcane: লাগবে না দাঁত, হাত দিয়ে ছাড়ানো যাবে রঙিন এই আখ! চাষ হচ্ছে বসিরহাটে

একটু হাত দিয়ে তুললেই আখের খোসা বেরিয়ে পড়বে। আর সেই খোসাও খুবই পাতলা হওয়ায় সহজে ছাড়ানো যায়। ফলে শিশু থেকে বৃদ্ধরাও এই ছাড়িয়ে নিজেরাই আখ খেতে পারেন। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর পশ্চিমপাড়া এলাকায় প্রভাতী নার্সারীর উদ্যোক্তা আনন্দ মণ্ডল পরীক্ষামূলকভাবে এই আখের চাষ করেছেন এবং তা থেকে চারা গাছও বিক্রি করছেন। তবে আগামী দিনে এই আখ গাছের বাণিজ্যিকভাবে চাষ করার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তিনি। “আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন” তবে আখ শুধুমাত্র হাত দিয়ে খোসা ছাড়ানো নয় এ আখ দেখতো চমৎকার সুন্দর। বাইরের আবরণ গাঢ় লালচে, হলুদ, সবুজ সহ একাধিক রঙের সমাহার। দেখতে অনেকটা রামধনুর রঙে সেজে উঠেছে বলে মনে হবে। এর এমন রঙের জন্য এই আটকে অনেকে রামধনু আখ বলে অভিহিত করেন। পাশাপাশি এই ধরনের আখের গিট একটু কাছাকাছি হাওয়াই দেখতে অনেকটা আবার রঙিন ঘটের মতো। আরও পড়ুন: Saturn-Sun Yog: ১০০ বছর পরে দুর্লভ যোগ! ২০২৫-এর শুরুতেই কাঁপাবেন সূর্য-শনি, ৩ রাশির পোয়া বারো আরও পড়ুন: High Cholesterol Control Tips: এক ফলে একবারেই দমবন্ধ কোলেস্টেরলের! ডজন ডজন রোগের মুখে ছাই, সারাদিন চনমনে ভাব শরীরে সেজন্য হয়তো বা একে আবার অনেকে ঘটি আখ বলে অভিহিত করেন। তবে আখের সম্ভাহরে অভিনব এই প্রজাতি খেতে যেমন মিষ্টি পাশাপাশি ঠিক তেমনি এই একের বাহ্যিক রূপ দেখতেও চমৎকার। যা আপনি বাড়ির বাগান কিংবা ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন। জুলফিকার মোল্লা None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.