NEWS

Murshidabad News: মুর্শিদাবাদে নতুন কর্মসংস্থানের হদিশ, কাজ পাবে ২০০ জনের কাছাকাছি, কী ঘটছে সেখানে, জেনে নিন

এই মার্কেট কমপ্লেক্স তৈরি করা হলে এলাকার অনেক যুবকরা কাজ পাবেন শুধু তাই নয়, তৈরি হবে আর্থ সামাজিক উন্নয়ন। জানা গিয়েছে, এই মার্কেট কমপ্লেক্সের ৩০টির বেশি দোকান হবে বলে জানানো হয় মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে। আরও পড়ুন: রক্ষণাবেক্ষণের অভাব, নষ্ট হয়ে যেতে বসেছে ফ্রেজারগঞ্জের বায়ু কল ৩০টি দোকান হলে এখানে প্রায় দুশোটি পরিবারের কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে। ৫ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই মার্কেট কমপ্লেক্স তৈরি হবে। মনে করা হচ্ছে আগামী আট মাসের মধ্যে এই ভবন সম্পন্ন করা হবে। মুলত স্বনির্ভর গোষ্ঠীর পুরুষ ও মহিলারা দোকান খুলে এখানে ব্যবসা করতে পারবেন। আরও পড়ুন: সংসদে হাতাহাতি কাণ্ডে বিজেপি-কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচী, এবার রাহুল গান্ধির বিরুদ্ধে পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল বিজেপি ফলে নতুন করে কর্মসংস্থান মিলবে এই মিনি শপিং মল তৈরি করা হলে। মুলত জেলার সদর শহরে শপিং মল আছে। কিন্তু সব মহকুমা স্তরে শপিং মল গড়ে ওঠেনি। কিন্তু মহকুমাতেও মানুষের চাহিদা রয়েছে। ফলে মিনি শপিং তৈরি করার চিন্তা ভাবনা করা হয়। মিনি শপিং মল নির্মাণের ফলে স্বনির্ভর গোষ্ঠীর পণ্য সেখানে বিক্রি হবে। তাতে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে তাঁদের। আবার রাজ্যের তৈরি পণ্য বিক্রি হলে চাহিদা বাড়বে। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা জানান, মুর্শিদাবাদ জেলার পাঁচটি মহকুমাতে বড় বড় কাজ করা হবে। তার মধ্যে কান্দি মহকুমার কথা মাথায় রেখে এই মিনি শপিং মল মার্কেট কমপ্লেক্স তৈরি করা হবে। এই মার্কেট কমপ্লেক্স তৈরি হলেও এলাকার আর্থ সামাজিক উন্নয়ন যেমন ঘটবে ঠিক তেমনই অনেকেই তারা নতুন করে কর্মসংস্থান পাবেন। কৌশিক অধিকারী None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.