NEWS

North 24 Parganas News: ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম রুখবে ই-প্রহরী! ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ

আরও পড়ুন: বাবার শেষ ইচ্ছে পূরণ, বড়দিনের কেক বানিয়ে স্বাবলম্বী গৃহবধূ সামনেই উৎসবের মরশুম হওয়ায় নানা জায়গায় অনুষ্ঠানে, স্কুল-কলেজের নাট্য বিভাগের আগ্রহী ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে প্রতারণা আটকাতে নানা সচেতনতামূলক নাটক উপস্থিত করা হবে। যার মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে প্রতারিত হতে পারেন সেই বিষয়ে ধারণা পাবেন, পাশাপাশি কিভাবে এই প্রতারকদের মোকাবিলা করতে হবে তারও সঠিক উপায় জানতে পারবেন। আরও পড়ুন: ছোটদের পছন্দের ও দারুণ উপকারি এই ক্যান্ডি খুব সহজেই বানান বাড়িতে! জে আই এস এর ছাত্র ছাত্রীরা নাটকের মাধ্যমে এদিনের ই-প্রহরী উদ্যোগের সূচনা করলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুর পুলিশ কমিশনার অলক রাজরিয়া সহ বিভিন্ন আধিকারিকেরা। আগামী দিনে এই ই-প্রহরীর মাধ্যমে ডিজিটাল অ্যারেস্ট সহ প্রতারণা আটকানোর প্রশাসনের চেষ্টা কতটা সফল হয় এখন সেটাই দেখার। তবে প্রশাসনের তরফ থেকে সব রকম ভাবেই চেষ্টা চালানো হচ্ছে বলেই জানান পুলিশ কমিশনার। এ ধরনের বিপদে পড়লে বা পরামর্শ নিতে নির্দিষ্ট একটি যোগাযোগ নম্বরও (9147889582) পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে যেখানে ফোন করে প্রতারণা সংক্রান্ত সব রকম সাহায্য পাবেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার সাধারণ নাগরিকরা। Rudra Narayan Roy North 24 Parganas News: ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম রুখবে ই-প্রহরী! ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ Reported by: Rudra Narayan Roy Last Updated: December 20, 2024 8:45 PM IST ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম সহ রাজ্যে ছড়িয়ে পড়া ডিজিটাল প্রতারণা থেকে সাধারণ নাগরিকদের রক্ষা করতে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হল ই-প্রহরী। Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link X ই প্রহরী উত্তর ২৪ পরগনা: ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম সহ রাজ্যে ছড়িয়ে পড়া ডিজিটাল প্রতারণা থেকে সাধারণ নাগরিকদের রক্ষা করতে এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হল ই-প্রহরী। প্রতারকরা নানা ভাবে ভুয়ো পুলিশ পরিচয় থেকে শুরু করে, ভুয়ো সরকারি অফিসার পরিচয়ে, এমনকি কল, ই-মেল, হোয়াট অ্যাপের মাধ্যমেও লোভনীয় প্রস্তাব সহ নানাভাবে ভয় দেখিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছেন। এই ধরনের প্রতারণা থেকে মানুষকে সচেতন করতে এবার নাটকের সাহায্য নিচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আরও পড়ুন: বাবার শেষ ইচ্ছে পূরণ, বড়দিনের কেক বানিয়ে স্বাবলম্বী গৃহবধূ সামনেই উৎসবের মরশুম হওয়ায় নানা জায়গায় অনুষ্ঠানে, স্কুল-কলেজের নাট্য বিভাগের আগ্রহী ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে প্রতারণা আটকাতে নানা সচেতনতামূলক নাটক উপস্থিত করা হবে। যার মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে প্রতারিত হতে পারেন সেই বিষয়ে ধারণা পাবেন, পাশাপাশি কিভাবে এই প্রতারকদের মোকাবিলা করতে হবে তারও সঠিক উপায় জানতে পারবেন। আরও পড়ুন: ছোটদের পছন্দের ও দারুণ উপকারি এই ক্যান্ডি খুব সহজেই বানান বাড়িতে! জে আই এস এর ছাত্র ছাত্রীরা নাটকের মাধ্যমে এদিনের ই-প্রহরী উদ্যোগের সূচনা করলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাকপুর পুলিশ কমিশনার অলক রাজরিয়া সহ বিভিন্ন আধিকারিকেরা। আগামী দিনে এই ই-প্রহরীর মাধ্যমে ডিজিটাল অ্যারেস্ট সহ প্রতারণা আটকানোর প্রশাসনের চেষ্টা কতটা সফল হয় এখন সেটাই দেখার। তবে প্রশাসনের তরফ থেকে সব রকম ভাবেই চেষ্টা চালানো হচ্ছে বলেই জানান পুলিশ কমিশনার। এ ধরনের বিপদে পড়লে বা পরামর্শ নিতে নির্দিষ্ট একটি যোগাযোগ নম্বরও (9147889582) পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে যেখানে ফোন করে প্রতারণা সংক্রান্ত সব রকম সাহায্য পাবেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার সাধারণ নাগরিকরা। Rudra Narayan Roy tags : Cyber Scam Location : Kolkata [Calcutta],Kolkata,West Bengal First Published : December 20, 2024 8:45 PM IST বাংলা খবর / খবর / দক্ষিণবঙ্গ / North 24 Parganas News: ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম রুখবে ই-প্রহরী! ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন উদ্যোগ আরও পড়ুন Next Article None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.