NEWS

South Dinajpur News: সারেও ধলতা! কেজিতে ১০-১৫ টাকা বেশি না দিয়ে সার পাচ্ছেন না চাষিরা

বিশেষত গ্রামাঞ্চলে যে সমস্ত সার ব্যবসায়ীরা সার বিক্রি করেন তাঁরা প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেশি নিচ্ছেন কৃষকদের কাছে। এমনটাই অভিযোগ কৃষকদের। এই দাম কেন বেশি নেওয়া হচ্ছে তা জানেন না কৃষকরা। এই বিষয়ে প্রতিবাদ করলে জুটছে হুমকি। অথবা সার বিক্রি না করার হুমকিও দিচ্ছেন সার ব্যবসায়ীরা। এমনটাই দাবি কৃষকদের। বিগত বছরও ঠিক একইরকম ভাবেই কৃত্রিম চাহিদা তৈরি করে ব্যাপক কালোবাজারি হয়েছিল জেলায়। এবারও সেই একই পথে হাঁটছে দক্ষিণ দিনাজপুরের সার ব্যবসায়ীরা। কোনরকম ভাবেই সারের দাম কমছে না। বরং প্রতিদিনই তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আরও পড়ুন: দূর হবে কালচে দাগছোপ, ফিরে পাবেন যৌবন, ঘরোয়া এই ক্রিমেই বাড়বে জেল্লা আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন কোথাও কেজিতে ১০ টাকা কোথাও কেজিতে ১৫ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অবশ্য সারের প্যাকেটে যে প্রিন্টের প্রাইস রয়েছে তার থেকে বেশি দাম কেন দেব, সেই প্রশ্ন তুললে জুটছে হুমকিও এমনটাই অভিযোগ করছেন কৃষকরা। হিলি থেকে হরিরামপুর কুশমন্ডি থেকে কুমারগঞ্জ সর্বত্র একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলায়। সারের যোগান রয়েছে, তা সত্ত্বেও কেন সারের দাম বেশি তা জানা নেই কারোর। সুস্মিতা গোস্বামী South Dinajpur News: সারেও ধলতা! কেজিতে ১০-১৫ টাকা বেশি না দিয়ে সার পাচ্ছেন না চাষিরা Reported by: Susmita Goswami Last Updated: December 20, 2024 3:15 PM IST সার কিনতে গিয়ে কেজিতে ১০-১৫ টাকা বেশি দিতে হচ্ছে চাষিদের। Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link X সারের কালোবাজারি দক্ষিণ দিনাজপুর: বোরো ধানের জমি প্রস্তুতের কাজ শুরু হয়েছে জোর কদমে। এর ফলে সারের চাহিদা তুঙ্গে উঠেছে জেলায়। একদিকে আলু বিভিন্ন ধরনের দানা শস্য লাগানো শুরু করেছেন কৃষকরা। অন্যদিকে সার না হলে চাষ ভাল হবে না। তাই বাধ্য হয়ে দাম বেশি দিয়ে হুমকি সহ্য করে হলেও কৃষকদের সার কিনতে হচ্ছে। যাতে নাভিশ্বাস উঠেছে জেলার কৃষকদের। আর সারের এই চাহিদাকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুরু করেছেন সারের কালোবাজারি। বিশেষত গ্রামাঞ্চলে যে সমস্ত সার ব্যবসায়ীরা সার বিক্রি করেন তাঁরা প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা বেশি নিচ্ছেন কৃষকদের কাছে। এমনটাই অভিযোগ কৃষকদের। এই দাম কেন বেশি নেওয়া হচ্ছে তা জানেন না কৃষকরা। এই বিষয়ে প্রতিবাদ করলে জুটছে হুমকি। অথবা সার বিক্রি না করার হুমকিও দিচ্ছেন সার ব্যবসায়ীরা। এমনটাই দাবি কৃষকদের। বিগত বছরও ঠিক একইরকম ভাবেই কৃত্রিম চাহিদা তৈরি করে ব্যাপক কালোবাজারি হয়েছিল জেলায়। এবারও সেই একই পথে হাঁটছে দক্ষিণ দিনাজপুরের সার ব্যবসায়ীরা। কোনরকম ভাবেই সারের দাম কমছে না। বরং প্রতিদিনই তো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আরও পড়ুন: দূর হবে কালচে দাগছোপ, ফিরে পাবেন যৌবন, ঘরোয়া এই ক্রিমেই বাড়বে জেল্লা আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন কোথাও কেজিতে ১০ টাকা কোথাও কেজিতে ১৫ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অবশ্য সারের প্যাকেটে যে প্রিন্টের প্রাইস রয়েছে তার থেকে বেশি দাম কেন দেব, সেই প্রশ্ন তুললে জুটছে হুমকিও এমনটাই অভিযোগ করছেন কৃষকরা। হিলি থেকে হরিরামপুর কুশমন্ডি থেকে কুমারগঞ্জ সর্বত্র একই ছবি দক্ষিণ দিনাজপুর জেলায়। সারের যোগান রয়েছে, তা সত্ত্বেও কেন সারের দাম বেশি তা জানা নেই কারোর। সুস্মিতা গোস্বামী tags : Local18 South Dinajpur News Location : Kolkata [Calcutta],Kolkata,West Bengal First Published : December 20, 2024 3:15 PM IST বাংলা খবর / খবর / দক্ষিণ দিনাজপুর / South Dinajpur News: সারেও ধলতা! কেজিতে ১০-১৫ টাকা বেশি না দিয়ে সার পাচ্ছেন না চাষিরা আরও পড়ুন Next Article None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.