NEWS

Jalpaiguri News: ধুলোর আড়ালে হারিয়ে যাওয়া সাহিত্যের মুক্তিযুদ্ধ! এই বাড়িতেই থাকতেন সমরেশ মজুমদার

ঘরের এক কোনায় পড়ে রয়েছে সমরেশ মজুমদারের সেই প্রিয় বই। যার ওপর জমে গেছে ধুলোবালি। বইগুলো, যা একসময় ডুয়ার্সের সবুজে খেলা ও স্থানীয় জীবন নিয়ে লিখিত হয়েছে। আজ তাদের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। তার শূন্য চেয়ার, যেখানে তিনি বহুরচনা করেছেন, এখন একাকী। তবে, স্থানীয় মানুষদের মধ্যে এখন এক নতুন দাবি উঠেছে—এই বাড়িটি কি একটি মিউজিয়াম হিসেবে রূপান্তরিত হতে পারে না? স্থানীয় নাট্যব্যক্তিত্ব, সাহিত্যিকরা এবং ডুয়ার্সবাসী মনে করেন, এই বাড়ির ইতিহাস এবং সমরেশ মজুমদারের সাহিত্যিক কর্মকাণ্ডকে সংরক্ষিত করলে এটি শুধু এলাকাবাসী নয়, পর্যটকদেরও আকৃষ্ট করবে। মিউজিয়াম হলে, ডুয়ার্সের ইতিহাস জানার সুযোগ পাবেন পর্যটকরা। এক সময়ের বিশিষ্ট সাহিত্যিকের জীবনও থাকবে তাদের কাছে জীবন্ত। আরও পড়ুনঃ Toto News: টোটো চালকদের জন্য বিরাট সুখবর! যাত্রীদেরও কমবে দুর্ভোগ যে গয়েরকাটায় একসময় সমরেশ মজুমদার তাঁর সাহিত্য সৃষ্টি করেছেন, সেখানে যদি একটি স্মৃতিসৌধ তৈরি হয়। তবে তা শুধুমাত্র এই এলাকার ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরবে না, বরং বিশ্ববাসীকে জানাবে সেই এক বিশেষ সময়ের কথা। যখন সমরেশ মজুমদার সেখানে ছিলেন। সুরজিৎ দে Jalpaiguri News: ধুলোর আড়ালে হারিয়ে যাওয়া সাহিত্যের মুক্তিযুদ্ধ! এই বাড়িতেই থাকতেন সমরেশ মজুমদার Reported by: SUROJIT DEY Last Updated: December 20, 2024 8:37 PM IST Jalpaiguri News: চা বাগানের সেই কোয়ার্টার বাড়িতে জমছে ধুলো! ইতিহাসকে বাঁচিয়ে রাখতে মিউজিয়ামের আবেদন ডুয়ার্সবাসীর। কিন্তু, এই ঘর কার জানেন? যার কলমের জাদুতে মুগ্ধ হয় বিশ্ববাসী। Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link X জলপাইগুড়ি: চা বাগানের সেই কোয়ার্টার বাড়িতে জমছে ধুলো! ইতিহাসকে বাঁচিয়ে রাখতে মিউজিয়ামের আবেদন ডুয়ার্সবাসীর। কিন্তু, এই ঘর কার জানেন? যার কলমের জাদুতে মুগ্ধ হয় বিশ্ববাসী। এক সময় ডুয়ার্সের গয়েরকাটার এখানেই থাকতেন বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদার। আজ সময়ের প্রবাহে যেন ক্রমেই চাপা পড়তে চলেছে সেসব। ঘরের এক কোনায় পড়ে রয়েছে সমরেশ মজুমদারের সেই প্রিয় বই। যার ওপর জমে গেছে ধুলোবালি। বইগুলো, যা একসময় ডুয়ার্সের সবুজে খেলা ও স্থানীয় জীবন নিয়ে লিখিত হয়েছে। আজ তাদের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। তার শূন্য চেয়ার, যেখানে তিনি বহুরচনা করেছেন, এখন একাকী। তবে, স্থানীয় মানুষদের মধ্যে এখন এক নতুন দাবি উঠেছে—এই বাড়িটি কি একটি মিউজিয়াম হিসেবে রূপান্তরিত হতে পারে না? স্থানীয় নাট্যব্যক্তিত্ব, সাহিত্যিকরা এবং ডুয়ার্সবাসী মনে করেন, এই বাড়ির ইতিহাস এবং সমরেশ মজুমদারের সাহিত্যিক কর্মকাণ্ডকে সংরক্ষিত করলে এটি শুধু এলাকাবাসী নয়, পর্যটকদেরও আকৃষ্ট করবে। মিউজিয়াম হলে, ডুয়ার্সের ইতিহাস জানার সুযোগ পাবেন পর্যটকরা। এক সময়ের বিশিষ্ট সাহিত্যিকের জীবনও থাকবে তাদের কাছে জীবন্ত। আরও পড়ুনঃ Toto News: টোটো চালকদের জন্য বিরাট সুখবর! যাত্রীদেরও কমবে দুর্ভোগ যে গয়েরকাটায় একসময় সমরেশ মজুমদার তাঁর সাহিত্য সৃষ্টি করেছেন, সেখানে যদি একটি স্মৃতিসৌধ তৈরি হয়। তবে তা শুধুমাত্র এই এলাকার ঐতিহ্য এবং ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরবে না, বরং বিশ্ববাসীকে জানাবে সেই এক বিশেষ সময়ের কথা। যখন সমরেশ মজুমদার সেখানে ছিলেন। সুরজিৎ দে tags : Samaresh Majumdar Location : Kolkata,West Bengal First Published : December 20, 2024 8:37 PM IST বাংলা খবর / খবর / উত্তরবঙ্গ / Jalpaiguri News: ধুলোর আড়ালে হারিয়ে যাওয়া সাহিত্যের মুক্তিযুদ্ধ! এই বাড়িতেই থাকতেন সমরেশ মজুমদার আরও পড়ুন Next Article None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.