NEWS

Supreme Court: নিজের খুনের মামলাতেই সশরীরে হাজির বালক, বিচারপতির সামনে উক্তি, ‘আমি বেঁচে আছি’

By: Ananda | Updated at : 11 Nov 2023 06:28 PM (IST) Edited By: pampaas —ফাইল চিত্র। নয়াদিল্লি: ছেলেকে খুন করা হয়েছে বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বাবা। কিন্তু খুনের মামলার শুনানি চলাকালীন আদালতে উপস্থিত হল সেই ছেলে। জানাল, মোটেই খুন করা হয়নি তাকে। দিব্যি বেঁচেবর্তে রয়েছে সে। আদালতে মিথ্যে মামলা করেছেন বাবা। দেশের সুপ্রিম কোর্টে মামলা চলাকালীনই এমন ঘটনা ঘটল, যাতে সাড়া পড়ে গিয়েছে সর্বত্র। (Supreme Court) এলাহাবাদ হাইকোর্টেও হাজির হয় অভয় সিংহ নামের ওই বালক মামারবাড়ির দাদু এবং মামাদের হাতে ১১ বছরের ছেলে খুন হয়েছে বলে মামলা করেছিলেন এক ব্যক্তি। উত্তরপ্রদেশের পিলভিটে প্রথম এ নিয়ে মামলা দায়ের হয়। শেষ মেশ নানা ধাপ পেরিয়ে সুপ্রিম কোর্টে মামলা এসে পৌঁছয়। শুক্রবার সেখানে শুনানি চলাকালীনই এই আশ্চর্যজনক ঘটনা ঘটে যায়। আদালতে হাজির হয় ১১ বছরের ওই বালক। (Viral News) এর আগে, এলাহাবাদ হাইকোর্টেও হাজির হয় অভয় সিংহ নামের ওই বালক। জীবিত আছে বলে দাবি করে। কিন্তু কোথাওই নিজেকে জীবিত বলে প্রমাণ করতে পারেনি সে। বরং তার আবেদন খারিজ হয় যায় বার বার। এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সে। শুক্রবার সুপ্রিম কোর্ট ে সশরীরে হাজির হয় সে। বিচারপতির সামনে দাঁড়িয়ে বলে, "আমি বেঁচে আছি"। এই ঘটনায় পিলভিটের পুলিশ সুপার এবং নেউরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। আরও পড়ুন: Sushant Singh Rajput Case: জামিন পেলেন সুশান্ত মৃত্যু মামলায় গ্রেফতার ৩৬ জনের শেষ ব্যক্তি শুধু তাই নয়, ওই বালকের বিরুদ্ধে জোরপূর্ব কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। বালকটির দাদুর উপরও চাপসৃষ্টি করা যাবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। অভয় আদালতে বলে, "আমি নিরাপদে আছি। দাদু-দিদার সঙ্গে থাকি। পুলিশ যখন তখন বাড়িতে এসে হাজির হয়। দাদু-দিদাকে হুমকি দেয়। আমি দাদু-দিদার কাছেই থাকতে চাই। এই মামলা বন্ধ হোক।" ২০১৩ সাল থেকে মামার বাড়িতেই রয়েছে ওই বালক ওই বালকের আইনজীবী কুলদীপ জহুরি জানিয়েছেন, স্ত্রীকে মারধর করতেন ওই বালকের বাবা। আরও পণ চেয়ে অত্যাচার চালাতেন। ওই মহিলার মৃত্যু হলে, ২০১৩ সাল থেকে মামার বাড়িতেই রয়েছে ওই বালক। মেয়ের মৃত্যুতে জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন ওই মহিলার বাবা। প্রতিশোধ নিতেই তাঁর বিরুদ্ধে নাতিকে খুন করার অভিযোগ তোলেন জামাই। জানুয়ারি মাসে ফের এই মামলার শুনানি রয়েছে।

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.