SPORTS

Yuvraj Singh offered to coach Delhi Capitals in IPL: সৌরভ নন, ভারতের জোড়া বিশ্বকাপজয়ী সুপারস্টারকে কোচিংয়ের প্রস্তাব দিল্লির! IPL-এ ঝড় তোলা আপডেট

Yuvraj Singh IPL Delhi Capitals Ricky Ponting: রিকি পন্টিংয়ের জায়গায় আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের কোচ হতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং? সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালস কোচ হওয়ার জন্য আশিস নেহরার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু, তিনি অস্বীকার করেছেন। এরপরই যুবরাজ সিংয়ের কথা ভেবেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজির কর্তারা। গত মাসের গোড়াতেই দিল্লি পন্টিংয়ের সঙ্গে তাদের সাত বছরের সম্পর্ক ছিন্ন করেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দলগুলো আপাতত ২০২৫ মরশুমের মেগা নিলামের আগে প্রস্তুতি সারছে। ঘর গুছিয়ে নিতে চাইছে। পন্টিং আগেই জানিয়েছিলেন, দিল্লি এমন কাউকে কোচ হিসেবে চায় যে সারাবছর দলের সঙ্গে থাকবে। যখন আইপিএল থাকবে না, তখন দলের জুনিয়র টিমের খেলোয়াড়দের সেই কোচ প্রশিক্ষণ দেবেন। দিল্লি ক্যাপিটালস গত তিন মরশুমের কোনওটিতেই প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। ২০২৪ সালে তারা শেষ করেছে ষষ্ঠ স্থানে। লিগের ম্যাচে দিল্লি সাতটিতে হেরেছে। আর, তারপরই পন্টিংকে সরানোর কথা ভাবা হয়। পন্টিংও বারবার তাঁর দেশ অস্ট্রেলিয়ায় ফিরতে চাইছেন। তিনি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হতে পারেন, কিন্তু দিল্লির এখন বিরাট নামের চেয়েও খেলোয়াড়দের তৈরি করায় জোর দেবেন, এমন কোনও কোচকে চাই। যুবরাজ সিং আপাতত কোনও দলকেই কোচিং করছেন না। তিনিও দল খুঁজছেন। তাই যুবরাজের কথাই কোচ হিসেবে দিল্লি ভেবেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। যদিও, এনিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। আরও পড়ুন- অস্ট্রেলীয় কোচের সঙ্গে তুমুল তর্কাতর্কি পাক ক্যাপ্টেনের! বাংলাদেশ টেস্টে পাকিস্তানের কেলেঙ্কারি বেআব্রু, দেখুন ভিডিও এর আগে, নিউজ ১৮ রিপোর্ট করেছিল যে গুজরাট টাইটানসের প্রধান কোচ আশিস নেহরা এবং ক্রিকেট পরিচালক বিক্রম সোলাঙ্কি ২০২৫ মরশুমের আগে ফ্র্যাঞ্চাইজির থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ২০২২ সালের চ্যাম্পিয়নরা কোচ হিসেবে যুবরাজকে চেয়েছিল বলে খবর। কারণ, দলের মেন্টর গ্যারি কার্স্টেন পাকিস্তান ক্রিকেট দলে পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাই কার্স্টেনের পক্ষে আইপিএলে গুজরাটকে আর কোচিং করানো সম্ভব নয়। কিন্তু, সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ যে আশিস নেহরাই গুজরাটের দায়িত্বে আপাতত থাকছেন। যদিও গুজরাট কার্স্টেনের জায়গায় কাউকে চাইছে। সেই স্থানে মেন্টর হিসেবে বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়ের সঙ্গেও তারা কথা বলেছে। এই পরিস্থিতিতে যুবরাজ যদি দিল্লি ক্যাপিটালসে কোচ হিসেবে যুক্ত হন, তবে সেটাই হবে কোচ হিসেবে তাঁর জীবনের প্রথম ইনিংস। দিল্লিতে মেন্টর রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলোয়াড় জীবন থেকেই সৌরভের সঙ্গে যুবরাজের সম্পর্ক অত্যন্ত ভালো। প্রথম শোনা যাচ্ছিল যে সৌরভই সম্ভবত দিল্লির কোচ হতে চলেছেন। কিন্তু, সৌরভ এতরকমভাবে ব্যস্ত যে তাঁর পক্ষে সারাবছর টানা দিল্লির খেলোয়াড়দের কোচিং করানো সম্ভব নয়। সৌরভ শুধু মেন্টরই নন। তিনি দিল্লির ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর অফ ক্রিকেট, পদেও রয়েছে। শুধু তাই নয়, দিল্লি ক্যাপিটালসের সিস্টার কনসার্ন আইএলটি ২০ লিগের দল দুবাই ক্যাপিটালস এবং এসএ টি২০ লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসও দেখভাল করেন। ২০১৮ সালে পন্টিং দিল্লিতে যোগ দিয়েছিলেন। সেই সময় দিল্লির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। তাঁর প্রথম বছরে দিল্লি আইপিএল টেবিলের নীচে দৌড় শেষ করেছিল। দিল্লি টানা তিন বছর প্লে-অফ পর্বে যোগ্যতা অর্জন করেছিল। সেটা ২০১৯ থেকে ২০২১। যার মধ্যে তারা ২০২০ সালে ফাইনালেও উঠেছিল। কিন্তু, গত তিন মরশুমে তারা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় পন্টিংয়ের ওপর ক্ষুব্ধ দিল্লির কর্তারা। যার জেরে সৌরভও নিজে পন্টিংয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তবে, সেটা পন্টিং অপসারিত হওয়ার পর। Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App . Web Title: Ipl 2025 delhi capitals approaches yuvraj singh to be head coach after ricky ponting parted ways None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.