SPORTS

Mohammad Rizwan vs Shakib Al Hasan: রিজওয়ানের মুখ ফাটাতে সজোরে বল থ্রো! জয়ের মঞ্চে নাটকীয় কীর্তি সাকিবের, তুলকালাম পাক-বাংলা ম্যাচে, দেখুন ভিডিও

Pakistan vs Bangladesh 1st Test, Shakib Al Hasan, Mohammad Rizwan: মাঠ এবং মাঠের বাইরে সবসময় আলোচনার শিরোনামে থাকেন সাকিব আল হাসান। কখনও তুখোড় পারফরম্যান্স, কখনও আবার অক্রিকেটীয় আচরণ তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেও স্বমহিমায় দেখা গেল তারকা অলরাউন্ডারকে। বল হাতে ঘূর্ণি ঝড়ে বিধ্বস্ত করলেন পাক ইনিংসকে। সেই সঙ্গে নাটকীয় কান্ড ঘটিয়ে দিলেন ম্যাচ চলাকালীন। মহম্মদ রিজওয়ানকে সরাসরি বল ছুঁড়ে আঘাতের চেষ্টা করলেন তিনি। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ঘটনা। সেই সময় ম্যাচ বাঁচানোর জন্য প্রাণপ্রণে চেষ্টা করছেন রিজওয়ান। অন্য প্রান্তে ক্রমাগত উইকেট পতন অব্যাহত থাকলেও রিজওয়ান ক্রিজ আঁকড়ে ব্যাটিং করে চলেছিলেন। ৩৩ তম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। সাকিবের ছন্দ নষ্ট করার জন্য বিলম্ব করার ছল চাতুরি করছিলেন পাক কিপার-ব্যাটার। সাকিব রান আপ শুরু করার পরে আচমকাই নিজেকে ক্রিজ থেকে সেই যান রিজওয়ান। আরও পড়ুন: পায়রার মত লাফায়, চিল্লায়! রিজওয়ানের ‘নাটক’ দেখে বিষ উগরে দিলেন ভারতীয় আম্পায়ার ক্রুদ্ধ সাকিব অবশ্য তাতে বল করা থামাননি। সরাসরি দাঁড়িয়ে রিজওয়ানের মুখ লক্ষ্য করে বল ছুঁড়ে দেন। সেই ছুঁড়ে দেওয়া বল অল্পের জন্য রিজওয়ানের মুখে আছড়ে পড়েনি। বল ক্যাচ করেন উইকেটকিপার লিটন দাস। Shakib 😭😭🤣🤣 #PakistanCricket #PAKvBAN #ShakibAlHasan pic.twitter.com/sgBE5kRqYm সঙ্গেসঙ্গেই আম্পায়ার সেই বল ডেড বল ঘোষণা করে সাকিবকে সতর্ক করেন। সাময়িক খেলা স্থগিত করে দেওয়া হয়। বহু বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সাকিবকে স্পষ্ট ভাষায় আম্পায়ার সতর্ক করার পাশাপাশি চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দেন। মাঠে পেশাদারিত্ব দেখানোর বার্তাও দেওয়া হয়। আরও পড়ুন: BCCI ছাড়ছেন জয় শাহ, বোর্ডে ফেরার রাস্তা বন্ধ সৌরভের! বড় খবরে ঝড় উঠল আচমকাই রিজওয়ান অবশ্য কোনওরকমে হাফসেঞ্চুরি করলেও দলের হার এড়াতে পারেননি প্রথম টেস্টে। চতুর্থ দিনের শেষে পাকিস্তান ২৩ রান তোলার ফাঁকেই ১ উইকেট হারিয়েছিল। পঞ্চম দিনের ফার্স্ট সেশনেই আরও পাঁচ উইকেট হারায় পাক বাহিনী। তখনই ম্যাচের ফলাফল কার্যত ঠিক হয়ে যায়। সাকিব এবং মেহেদি হাসান মিরাজের ঘূর্ণির সামনে পাকিস্তান শেষ পর্যন্ত অলআউট হয়ে যায় মাত্র ১৪৬ রানে। জয়ের জন্য প্রয়োজনীয় ৩০ রান বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম তুলে দেন। Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App . Web Title: Pak vs ban shakib al hasan warned by umpire after he throws ball aiming mohammad rizwan watch video None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.