SPORTS

Carlos Brathwaite helmet six: হেলমেটই মাঠের বাইরে পাঠিয়ে ছক্কা, বিশ্বকাপজয়ী KKR তারকার গনগনে কীর্তিতে ঝড় ক্রিকেটবিশ্বে, দেখুন

Follow Us Carlos Brathwaite-T10 tournament: ব্রাথওয়েট, ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি২০ বিশ্বকাপের নায়ক। তিনি শনিবার ক্ষিপ্ত হয়ে ব্যাটের আঘাতে বলের মত তাঁর হেলমেটকেই ফেন্সিংয়ের ওপারে পাঠিয়ে দেন। (ছবি- এক্স/ফাইল ফটো) Carlos Brathwaite six: কার্লোস ব্র্যাথওয়েট একটানা চারটি ছক্কা মেরে টি২০ বিশ্বকাপ জিততে দলকে সাহায্য করেছেন। তিনিই আবার ব্যাট দিয়ে নিজের হেলমেটকে মেরে ফেন্সিংয়ের ওপারেও পাঠিয়ে দিলেন। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার সম্প্রতি কেম্যান দ্বীপপুঞ্জে ম্যাক্স৬০ (MAX60) ক্যারিবিয়ান টি১০ (T10) টুর্নামেন্টে আউট হন। এর পরে তাঁর হেলমেটকে মেরে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দিয়েছেন। শুক্রবার থেকে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, ব্রাথওয়েট রাগে ক্ষিপ্ত হয়ে ডাগআউটের দিকে ফিরে যাওয়ার সময় হেলমেটটিকে মেরে ফেন্সিংয়ের ওপারে পাঠিয়ে দিচ্ছেন। গ্র্যান্ড কেম্যান জাগুয়ারদের বিরুদ্ধে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে সুপার থ্রি প্রতিযোগিতায় ব্যাট করা, ব্র্যাথওয়েট ৭ নম্বরে নেমেছিলেন। ৩৬ বছর বয়সি ক্রিকেটার ৫ বলে ৭ রানে ক্যাচ-বিহাইন্ড হন। তিনি শর্ট মারার চেষ্টা করেছিলেন। সেই সময়ই আয়ারল্যান্ডের পেসার জোশুয়া লিটলের বল উইকেট রক্ষকের হাতে গিয়ে জমা হয়। Carlos Braithwaite lofted straight drives his helmet for six after being dismissed in the Cayman Islands t10. What a time to be alive. pic.twitter.com/PK0OwQcflb — Darren Murphy 🏏 (@MrDMurphy) August 25, 2024 রিপ্লেতে বলা হয় যে বলটি ব্যাটারের কাঁধে লেগে উইকেটরক্ষকের হাতে গিয়েছে। ব্র্যাথওয়েট গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করেন। তিনি ফেরার সময় নিজের হেলমেটটি খুলে ফেলেন। আর, তা ব্যাট দিয়ে বলের মত আঘাত করে ফেন্সিংয়ের ওপারে পাঠিয়ে দেন। তাঁর সাপোর্ট স্টাফদের একজনকে দেখা যায়, গোটা ঘটনাটি ভিডিও করতে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন সহকারি কোচ র‌্যাডফোর্ড লাইট-হার্টেডলি সোশ্যাল মিডিয়া এক্স-এ ব্রাথওয়েটের এই হেলমেট স্ট্রোক সম্পর্কে লিখেছেন, 'কার্লোস ব্রাথওয়েট দুর্দান্ত পাওয়ার হিটার। এখানে সেটাই দেখা গেল। ওঁর ব্যাটের আঘাতে হেলমেট বাউন্ডারির দড়ির ওপর দিয়ে গিয়ে পড়েছে। ও একপায়ে ভর দিয়ে ব্যাট চালিয়েছিল। ওর হাত এবং ব্যাট সংযোগে হেলমেটটা প্রবল গতিতে বাউন্ডারির বাইরে গিয়ে পড়েছে।' আরও পড়ুন- অবসরের ঠিক দু-দিন পরেই মাঠে ফেরার ঘোষণা ধাওয়ানের, খেলবেন এই দলের হয়ে Carlos Braithwaite showing great power-hitting technique here as he strikes his batting helmet high over the boundary rope. He hits against a braced front leg and accelerates his hands and bat through the ball to generate power. 👍🏽🏏 ⛑️😆 pic.twitter.com/XEjPRP67Hq — Toby Radford (@TobyRadford1) August 24, 2024 ব্র্যাথওয়েটের দল অবশ্য আট রানে ম্যাচ জিতে রবিবার ফাইনালে উঠেছিল। তবে, দুই রানে আউট হয়ে যান ব্র্যাথওয়েট। যার ফলে, ব্যাট হাতে তিনি বিশেষ কিছু করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ১২৬ রান তাড়া করে ৬৯ রানে গুটিয়ে যায় তাঁর দল। যার জেরে নিউইয়র্ক স্ট্রাইকাররা রানার্স হয়েছে। ক্যারিবিয়ান টাইগারদের পিছনে দৌড় শেষ করেছে। ওয়েস্ট ইন্ডিজের ২০১৬ টি২০ বিশ্বকাপ জয়ের পর থেকে এখনও পর্যন্ত ক্রিকেট মাঠে ব্রাথওয়েটের সেরা মুহূর্তটি ফের পাওয়া যায়নি। ২০১৬-য় শেষ ওভারে তাঁর দলের জন্য প্রয়োজনীয় ১৯ রান তুলতে ইংল্যান্ডের বেন স্টোকসকে পরপর চারটি ছক্কা মেরে জয়ী করেছিলেন ব্রাথওয়েট। এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার বিভিন্ন ফরম্যাটে ৮৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। করেছেন মোট ১,০০০ রান। নিয়েছেন ৭৫টি উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তাঁর শেষ উপস্থিতি ছিল ২০১৯ সালে , ভারতের বিরুদ্ধে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.