SPORTS

Olympics 2024 opening ceremony: অলিম্পিকের উদ্বোধন মাতাবেন এই ভারতীয় নক্ষত্ররা, তালিকা ধরে জেনে নিন গর্বের সুপারস্টারদের

Paris Olympics 2024 opening ceremony: শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অনেক ভারতীয় ক্রীড়াবিদই অংশ নেননি। কারণ, শনিবার তাঁদের ইভেন্ট আছে। এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। এর আগে শুক্রবার ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের কারা অংশ নেবেন, সেই সব ক্রীড়াবিদদের নাম প্রকাশ করেছিল আইওএ। ভারতীয় দলের পতাকা বহন করছেন পিভি সিন্ধু ও শরথ কমল। ১২টি বিভাগের ৭৮ জন ভারতীয় ক্রীড়াবিদ ও আধিকারিক এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অতীতে অলিম্পিকের এমন উদ্বোধনী অনুষ্ঠান দেখা যায়নি। কারণ, এবারের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্টেডিয়ামের বাইরে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা যাতে সেইন নদীতে নৌকোয় চেপে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে। আইওএ তার বিবৃতিতে বলেছে, ‘ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ড. পিটি ঊষা ও শেফ-দ্য-মিশন গগন নারাং উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেডে অ্যাথলিটদের অংশগ্রহণকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু, শনিবার অনেক ক্রীড়াবিদেরই ইভেন্ট আছে। তাই তাঁরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না।’ পাশাপাশি, আইওএ জানিয়েছে যে ভারতীয় দলের অ্যাথলেটিক্স, ভারোত্তোলন এবং কুস্তি বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক ক্রীড়াবিদ এখনও প্যারিসে পৌঁছতে পর্যন্ত পারেননি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক ২৬ জুলাই শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা হলেন:- তিরন্দাজি- দীপিকা কুমারী ও তরুণদীপ রাই ব্যাডমিন্টন- পিভি সিন্ধু বক্সিং- লভলিনা বরগোঁহাই ইকুয়েস্ট্রিয়ান- অনুশ আগরওয়াল গলফ- শুভঙ্কর শর্মা হকি- কৃষান পাঠক, নীলকান্ত শর্মা, যুগরাজ সিং জুডো- তুলিকা মান সেইলিং- বিষ্ণু সর্বানন ও নেত্রা কুমানন শুটিং- অঞ্জুম মৌদগিল, সিফত কউর সামরা, ঐশ্বরী প্রতাপ সিং তোমর, অনীশ সাঁতার- শ্রীহরি নটরাজ, ধীনিধি দেসিংহু টেবল টেনিস- শরথ কমল ও মনিকা বাত্রা টেনিস- রোহন বোনাপ্পা, সুমিত নাগল, শ্রীরাম বালাজি উদ্বোধনী অনুষ্ঠান ইতিহাসে প্রথমবারের মত, অলিম্পিক গেমস একটি স্টেডিয়ামে নয় বরং নদীর তীরে শুরু হচ্ছে। প্যারিস ২০২৪ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে তাই বৃহত্তর-জীবনের জয়গান বলা হচ্ছে। এই অনুষ্ঠানে নৌকোর একটি বাহিনী ২০০ জনেরও বেশি ক্রীড়াপ্রতিনিধি দলকে প্যারিস শহরের মধ্যে দিয়ে প্রবাহিত সেইন নদী বেয়ে নিয়ে যাবে। হাজার হাজার প্যারিসবাসী জলপথে ক্রীড়াবিদদের সেই যাত্রার যাতে সাক্ষী হতে পারেন, সেই জন্য এমন ব্যবস্থা করা হয়েছে। আয়োজক কমিটির প্রধান টনি এস্টানগুয়েটের কথায়, ‘এটা একটা উচ্চাভিলাষী পদক্ষেপ। যা গোটা প্যারিস শহরকে বিশাল অলিম্পিক স্টেডিয়ামে পরিণত করবে।’ আরও পড়ুন- মনে মনে রয়েছে ভারতের ক্যাপ্টেন হওয়ার আশা! Express Adda-য় নেতৃত্ব নিয়ে জল্পনা ওস্কালেন বুমরাহ ক্রীড়াবিদদের বহনকারী নৌকোগুলি পন্ট ডি’অস্টারলিটজ ব্রিজ থেকে যাত্রা শুরু করবে। নেপোলিয়নিক যুদ্ধের সময় অস্টারলিটজ যুদ্ধ থেকে এই ব্রিজের নামকরণ হয়েছে। সেইন নদীর ওপর দিয়ে নৌকোগুলো ছয় কিলোমিটার যাবে। সূর্যাস্তের সময় ১৮টি ব্রিজ এবং সিটি অফ লাইটস-সহ বেশ কয়েকটি দ্রষ্টব্য স্থান অতিক্রম করবে। পৌঁছবে পন্ট ডি’লেনায়, যা আইফেল টাওয়ার থেকে পাথর ছোঁড়া দূরত্বে রয়েছে। ফরাসি দৈনিক লে মন্ডে সহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১০০টি নৌকা বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির ২০৬ জন প্রতিনিধিকে নিয়ে এই অন্যধাঁচের প্যারেডে অংশ নেবে। Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App . Web Title: Olympics 2024 list of indian athletes taking part at opening ceremony None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.