TECHNOLOGY

Joy Nemo Launched In India: ইলেকট্রিক স্কুটারের বাজারে তোলপাড়, প্রতি কিলোমিটারের খরচ মাত্র ১৭ পয়সা

Follow Us ইলেকট্রিক স্কুটারের বাজারে তোলপাড়, প্রতি কিলোমিটারের খরচ মাত্র ১৭ পয়সা Joy Nemo Launched In India: দেশের বাজারে প্রতিনিয়ত বাড়ছে ব্যাটারি চালিত স্কুটারের চাহিদা। ভারতের বাজারে লঞ্চ হল আরও এক নতুন ই-স্কুটার। এই স্কুটারটির বিশেষত্ব হল এক কিলোমিটারে চালাতে খরচ হবে মাত্র ১৭ পয়সা। ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ভারতে একের পর এক সংস্থা লঞ্চ করছে তাদের ব্র্যাণ্ডের ইভি। ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি লিমিটেড বাজারে একটি স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারে প্রতি কিলোমিটারের খরচ পড়বে মাত্র ১৭ পয়সা। এই ইভিটির এক্স-শোরুম দাম ৯৯,৯৯৯ টাকা। মাত্র ৯৯৯ টাকায় বুক করা যাবে নতুন এই ইলেকট্রিক স্কুটার। তিনটি রাইডিং মোড সহ লঞ্চ করা হয়েছে Joy Nemo । সিঙ্গেল চার্জিংয়ে স্কুটারটি আপনাকে দেবে ১৩০ কিলোমিটারের দীর্ঘ রেঞ্জ। নয়া এই ইভিতে দেওয়া হয়েছে 1500W-এর BLDC মোটর। এই বৈদ্যুতিক স্কুটারটি ৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বোচ্চ গতিতে চলতে পারে। সিলভার এবং সাদা রঙের বিকল্পে নতুন এই ই-স্কুটার বাজারে নিয়ে আসা হয়েছে । স্কুটারের উভয় চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি এই ইভিতে কম্বি-ব্রেকিং সিস্টেমও দেওয়া হয়েছে। এই স্কুটারে এলইডি সহ প্রজেক্টর হেডল্যাম্প রয়েছে। ইভিতে রয়েছে ৫ ইঞ্চি সম্পূর্ণ রঙিন TFT ডিসপ্লে। এই বৈদ্যুতিক স্কুটারটিতে মোবাইল ডিভাইস চার্জ করার জন্য একটি USB পোর্টও রয়েছে। এই ইভিতে রিভার্স অ্যাসিস্টও দেওয়া হয়েছে, যা পার্কিং লটে পার্ক করা গাড়ি বের করতে সাহায্য করে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.