TECHNOLOGY

LIC Unclaimed Maturity: LIC-তে পড়ে দাবিহীন ৮৮০ কোটি, আপনার কষ্টের টাকা তালিকায় নেই তো, জানুন সহজেই!

Follow Us মা কোম্পানির কাছে পড়ে রয়েছে ৮৮০ কোটি টাকা। LIC Unclaimed Maturity: এলআইসি পলিসি করেও ভুলে গিয়েছেন সেই পলিসির কথা! বীমা কোম্পানির কাছে পড়ে রয়েছে ৮৮০ কোটি টাকা। আপনি কী এলআইসির সেই তালিকায় রয়েছেন? মুহূর্তেই জেনে নিন বীমা কোম্পানির কাছে আপনার কোন দাবিহীন রাশি পড়ে আছে কিনা। দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি এলআইসির কোটি কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে। সেই দাবিহীন অর্থের পরিমাণ ৮৮০ কোটি টাকা। এলআইসি ২০২৩-২০২৪ অর্থবর্ষে দাবিবিহীন ৮৮০.৯৩কোটির কথা জানিয়েছে। লোকসভায় এই তথ্য জানিয়েছেন স্বয়ং অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি এলআইসির কোটি কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে আছে। কেউ এই দাবিহীন টাকার দাবি এখনো পর্যন্ত করেনি। লোকসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, এই বিপূল পরিমাণ অর্থ ৩,৭২,২৮২ জন পলিসি হোল্ডারের। যারা ম্যাচিউরিটির সুবিধা নেন নি। আপনি যদি LIC পলিসির প্রিমিয়াম দেওয়ার পরও ম্যাচিউরিটির সুবিধা না নিয়ে থাকেন তাহলে এখনই আপনি বীমা কোম্পানির কাছে ম্যাচিউরিটির দাবি করুন। প্রথমত, আপনার কষ্টের টাকা এলআইসিতে পড়ে আছে কিনা তা জানতে আপনার কোন কোন ডকুমেন্ট লাগবে তা জেনে নি । LIC পলিসিতে দাবিহীন অর্থ চেক করতে আপনার কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে। অনলাইন ছাড়াও, আপনি এলআইসি অফিসে গিয়েও পরীক্ষা করে দেখতে পারেন এই বিপূল পরিমাণ টাকার মধ্যে আপনার কোন পলিসি রয়েছে কিনা! যে পলিসিগুলির মেয়াদ পূরণ হওয়ার পরও কেউ দাবি করেননি সেগুলি দাবিহীন সম্পত্তির তালিকায় রাখা হয়। যদি কোনো পরিমাণ ১০ বছরের জন্য দাবিহীন থেকে যায়, তাহলে তা সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার ফান্ডে স্থানান্তরিত করা হয়। এটি প্রবীণ নাগরিকদের কল্যাণের কাজে ব্যবহৃত হয়। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.