কিন্তু ভালবাসার মানুষকে বড়দিনে কী উপহার দেওয়া যায়, এই নিয়ে অনেকেই চিন্তা করছেন। তাহলে দেখে নেওয়া যাক, বড়দিনে দেওয়ার মতো উপহারের তালিকা। প্রিন্টার: ফোনে তোলা ছবিকে পোলারয়েড-স্টাইল প্রিন্টে পরিণত করার জন্য বন্ধুকে পোর্টেবল প্রিন্টার উপহার দিতে পারেন। HP অথবা Canon-এর প্রিন্টার এক্ষেত্রে ভাল হতে পারে। টেম্পারেচার কন্ট্রোল স্মার্ট মাগ: কফি মাগ যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য এই উপহার আদর্শ। এই ধরনের স্মার্ট মাগ ঘণ্টার পর ঘণ্টা ধরে পানীয়কে সঠিক তাপমাত্রায় রাখে। ফলে বারবার গরম করতে হবে না কফি। OHOM, Kasauri অথবা Ember সেরা অপশন হতে পারে। ওয়াটার পিউরিফায়ার: Aquaguard, Kent অথবা Livpure-এর মতো ব্র্যান্ডের হাই-কোয়ালিটি ওয়াটার পিউরিফায়ারও আদর্শ উপহার হতে পারে। এই অ্যাডভান্সড পিউরিফায়ারগুলি দারুণ ফিলট্রেশনের সুবিধা প্রদান করে। আরও পড়ুন: Google Search: ২০২৪-এ কী কী বিষয়ে সবচেয়ে বেশি সার্চ করেছেন ইউজাররা, ‘টপ ১০’ তালিকা প্রকাশ করল গুগল প্রজেক্টর: যে কোনও জায়গাকে মিনি থিয়েটার রূপান্তরিত করতে পারে পোর্টেবল প্রোজেক্টর। Epson অথবা Zebronics-এর মতো মডেল দারুণ উপহার হতে পারে। Intelligent Kitchen Appliances: স্মার্ট কিচেন গ্যাজেট এসে যাওয়ায় রান্নাবান্নার ক্ষেত্রে যেন আমূল বিপ্লব এসে গিয়েছে। এর মধ্যে অন্যতম হল স্মার্ট এয়ার ফ্রায়ার অথবা ইনস্ট্যান্ট পট ডুও। এগুলিও উপহার হিসেবে দেওয়া যেতে পারে। চার্জিং স্টেশন এবং পাওয়ার ব্যাঙ্ক: যে কোনও জায়গায় ডিভাইস চার্জ করার জন্য মাল্টি-ডিভাইস চার্জিং স্টেশন অথবা হাই-ক্যাপাসিটি পাওয়ার ব্যাঙ্ক উপহার দেওয়া যেতে পারে। Ambrane অথবা Anker-এর মতো ব্র্যান্ড দারুণ। অ্যাসিস্ট্যান্টস ফর স্মার্ট হোমস: Google Nest Hub Max or Amazon Echo (5th Gen)-এর মতো গ্যাজেটও উপহার হিসেবে দেওয়া যেতে পারে। এতে অনেক সুবিধা রয়েছে। আরও পড়ুন: প্লাস্টিকের বালতিতে ইমারসন রড দিয়ে জল গরম করছেন? খুব সাবধান, এক ভুলেই জ্বলে, পুড়ে যেতে পারে…এখনই জানুন Wireless Earbuds: সঙ্গীতপ্রেমীদের জন্য দারুণ উপহার হতে পারে Wireless Earbuds। Samsung Galaxy Buds 3 অথবা Boat দারুণ সাউন্ড কোয়ালিটি, নয়েজ ক্যানসেলেশন এবং লং ব্যাটারি লাইফ প্রদান করে। কফি মেকার: যাঁরা কফি খেতে ভালবাসেন, তাঁদের জন্য একটি Borosil অথবা Philips-এর কফি মেকার দারুণ উপহার হতে পারে। স্পিকার: সঙ্গীতপ্রেমীদের জন্য দারুণ এটি। হাই কোয়ালিটি ডিউরেবল স্পিকার উপহার দেওয়া যেতে পারে। Harman অথবা JBL-এর স্পিকারের পারফরম্যান্স দারুণ। None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- January 6, 2025
-
- January 6, 2025
-
- January 6, 2025
Featured News
Latest From This Week
Bankura News: বিষ্ণুপুরের অপূর্ব শিল্পকলা! দেখে হতবাক জার্মান পর্যটক
NEWS
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.