Follow Us ইউজারদের দীর্ঘ মেয়াদ সহ একটি দুর্দান্ত প্ল্যান চালু করেছে Jio। Jio Recharge Plan: কোটি গ্রাহকদের জন্য বিরাট স্বস্তি! Jio ৯৮ দিনের জন্য 'নো টেনশন' রিচার্জ প্ল্যানে বড় চমক রিলায়েন্স জিও দেশের সব চেয়ে বড় টেলিকম সংস্থা। জিও তার কোটি কোটি ইউজারদের জন্য নিয়ে এসেছে 'নো টেনশন' রিচার্জ প্ল্যান। নয়া এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা কয়েক মাসের ফ্রি কলিংয়ের পাশাপাশি পেয়ে যাবেন প্রচুর ডেটার সুবিধা। আপনি যদি রিলায়েন্স জিও সিম ব্যবহার করেন তবে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। জুলাই মাসে জিও তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল। যার জেরে সমস্যায় পড়তে হয়েছে লক্ষ লক্ষ ইউজারদের। তবে এখন সস্তার রিচার্জ প্ল্যানে কোটি কোটি ইউজারদের বড় চমক দিয়েছে জিও। ইউজারদের দীর্ঘ মেয়াদ সহ একটি দুর্দান্ত প্ল্যান চালু করেছে Jio। Jio-র তালিকায় একটি প্ল্যান রয়েছে যাতে ১০০ দিনের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাবেন ইউজাররা। Jio সম্প্রতি তার তালিকায় ৯৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই রিচার্জ প্ল্যানে আপনি ৯৮ দিনের দীর্ঘ মেয়াদ পাবেন। পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কল করতে পারবেন। Jio-এর এই ৯৯৯ টাকার প্ল্যানটি ট্রু 5G প্ল্যান। যদি আপনার এলাকায় 5G নেটওয়ার্ক থাকে তাহলে এই প্ল্যানে আপনি সীমাহীন 5G ডেটা ব্যবহার করতে পারেন। আপনি এই রিচার্জ প্ল্যানে মোট 196GB ডেটা পাবেন। অর্থাৎ আপনি প্রতিদিন 2GB হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, আপনি প্ল্যানে 64kbps স্পীড পাবেন। রিলায়েন্স জিও এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের কিছু অতিরিক্ত সুবিধা দেয়। আপনি যদি OTT স্ট্রিমিং করেন তাহলে আপনি Jio Cinema-এর সাবস্ক্রিপশন পাবেন। মনে রাখবেন Jio সিনেমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যায় না। এছাড়াও আপনি Jio TV-তে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। প্ল্যানের পাশাপাশি গ্রাহকদের জিও ক্লাউড সাবস্ক্রিপশনও দেওয়া হয়। None
Popular Tags:
Share This Post:
Christmas 2024: বড়দিন ভরে উঠুক আনন্দে, প্রিয়জনকে দিন সেরা উপহার, রইল তালিকা
- by Sarkai Info
- December 23, 2024
2025 Honda SP 125: প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে দুর্দান্ত ফিচার, বাজার কাঁপিয়ে লঞ্চ Honda SP 125- 2025
December 23, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 22, 2024
-
- December 21, 2024
-
- December 21, 2024
Featured News
Latest From This Week
Toto: টোটো বা ই রিক্সা আছে? দীর্ঘদিন টোটোকে নতুন রাখতে হলে, এই তিন ভুল ভুলেও করবেন না!
NEWS
- by Sarkai Info
- December 19, 2024
Jio Recharge Plan: 'নো টেনশন' রিচার্জ প্ল্যানে বড় চমক, খেলা শুরু Jio-এর
TECHNOLOGY
- by Sarkai Info
- December 18, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.