By: Ananda | Updated at : 30 Dec 2023 12:38 AM (IST) Edited By: deepm প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যা : ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে আজ, শনিবার অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী। অযোধ্যা ধাম রেল স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে চালু করবেন অমৃত ভারত ট্রেনেরও। তার আগে অযোধ্যাজুড়ে সাজসাজ রব। রেলস্টেশন, এয়ারপোর্ট সহ অযোধ্য়ার অলিতে গলিতে তুমুল ব্য়স্ততা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। এদিন রোড শো, প্রকল্পের উদ্বোধন-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষ্য়ে সরযূর পাড়ে এখন উৎসবের মেজাজ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী, প্রথমে পুনর্গঠিত রেল স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (২৪০ কোটি টাকায় পুনরায় এই স্টেশনটি গড়ে তোলা হয়েছে। এটা এখন তিন তলার একটি স্টেশন। যেখানে লিফ্ট, এসক্যালেটর, ফুড প্লাজা, পোশাক ঘর, শিশুদের পরিচর্যার ঘর, ওয়েটিং হল-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা আছে)। সেই সময় পতাকা তুলে সূচনা করবেন বন্দে ভারত ট্রেন ও ভারতের প্রথম অমৃত ভারত ট্রেনের। এই অমৃত ভারত এক্সপ্রেস দেশে নতুন ক্যাটেগরির সুপারফাস্ট প্যাসেঞ্জার ট্রেন। এটি এক ধরনের "LHB পুশ-পুল ট্রেন যার কোচগুলি বাতানুকূল নয়।" প্রধানমন্ত্রী দু'টি অমৃত ভারত ট্রেনের সূচনা করবেন। একটি, দ্বারভাঙ্গা-অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, অন্যটি মালদা টাউন-স্যার এম বিশ্বেশ্বর্য টার্মিনাস (বেঙ্গালুরু) অমৃত ভারত এক্সপ্রেস। এর পাশাপাশি, ছ'টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা করবেন। সেগুলি হল- অমৃতসর-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাতুর-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস, শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা-নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, ম্যাঙ্গালোর-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস, জালনা-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস ও অযোধ্যা-আনন্দ বিহার ট্রামিনাল বন্দে ভারত এক্সপ্রেস । অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন- অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধনের পর, নতুন অযোধ্যা বিমানবন্দরের যাত্রার সূচনা করবেন মোদি। নবনির্মিত এই বিমানবন্দরের পেছনে খরচ হয়েছে ১৪৫০ কোটি টাকা। প্রত্যেক বছর ১০ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন এই বিমানবন্দর হয়ে। অযোধ্যা বিমানবন্দরের নামকরণ করা হয়েছে মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। Visuals of the Maharishi Valmiki International Airport Ayodhya Dham, in Ayodhya, Uttar Pradesh. Prime Minister Narendra Modi will inaugurate the newly built Ayodhya Airport tomorrow, 30th December. pic.twitter.com/L9kmY8f9Ue এই দু'টি বড় অনুষ্ঠান ছাড়াও প্রধানমন্ত্রী ১১ হাজার ১০০ কোটি মূল্যের প্রকল্পের উদ্বোধন করবেন। যাতে করে অযোধ্যায় বিশ্বমানের সুযোগ সুবিধা গড়ে তোলা যায়। এছাড়াও উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে ৪ হাজার ৬০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি রয়েছে প্রধানমন্ত্রীর রোড শো। অযোধ্য়া এয়ারপোর্ট থেকে শুরু হয়ে, লতা মঙ্গেশকর চক হয়ে, রাম মন্দিরের মূল প্রবেশ দ্বার ছুঁয়ে যাবে সেই যাত্রা। None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Toto News: টোটো চালকদের জন্য বিরাট সুখবর! যাত্রীদেরও কমবে দুর্ভোগ
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
-
- December 20, 2024
-
- December 20, 2024
-
- December 20, 2024
Featured News
Latest From This Week
৮টি জ্যান্ত কুমির, ছাড়ানো ছাল! মূল্য ১ কোটি টাকা, ক্রেতা সেজে গিয়ে ধরল WCCB
NEWS
- by Sarkai Info
- December 20, 2024
Christmas: এবার বড়দিনে পার্ক স্ট্রিটের আমেজ পাবেন শ্রীরামপুরে! ঘুরে আসবেন নাকি?
NEWS
- by Sarkai Info
- December 20, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.