আরও পড়ুন- পুরুষরা বার্ধক্যকে ‘বাই’ বলুন, এটা ৭ দিন খেলেই শিরায় শিরায় টগবগ করবে যৌবন! এবার খেল শুরু! আরও পড়ুন- ঘিলুতে ঘা! মাথায় কৃমি উঠে যন্ত্রণা, বমি…! কোন ৬ সবজিতে লুকিয়ে থাকে মৃত্যুর বীজ? তবে জিনাতই তো শেষ নয়। তার পরে এসেছে যমুনা। মমতা বলেন, “আবার একটা বাঘ কাল ঢুকে গেছে। তোমরা তো তোমাদের জঙ্গল প্রোটেক্ট করতে পারো। হাতি নিয়ে দেশে পলিসি আছে। ওড়িশা সরকারকে বলো রেস্কিউ করে নিয়ে যেতে। যেই আমাদের লোকেরা ধরবে এটা একটা মডেল করে ধরা হয়েছে। পাঠালে চির দিনের জন্য পাঠিয়ে দিক। তোমাদের নিজেদের রাখার জায়গা নেই। বাঘটাকে জলে রেখে দিলে। আমি ওড়িশা সরকারকে অনুরোধ করব দোষারোপ না করে রেস্কিউ করতে। যাতে আমাদের কেউ অসুবিধা এর মধ্যে না পড়ে।” মমতা আরও বলেন, “বন্য জন্তুদের আমরা ভালোবাসি। তেমনই মানুষের জীবনেরও দাম আছে। অনেকে একতরফা বলে কিন্তু আমরা দু’তরফে বলি।” গত বছর ১৫ ডিসেম্বর ওড়িশার টাইগার রিজার্ভ থেকে পালিয়ে যায় ৩ বছরের বাঘিনী জিনাত ৷ তার গলারের রেডিয়ো কলারের সঙ্কেত থেকে জানা যায়, সে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানা এলাকার কাঁকড়াঝোড় জঙ্গলে চলে এসেছে ৷ এরপর তাকে খোঁজার কাজ শুরু করেন বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ড রাজ্যের বনদফতরের আধিকারিকরা ৷ সেই নিয়ে শোরগোল বছরের শেষ অবধি। অবশেষে বাঁকুড়া থেকে বাগে আনা হয় বাঘিনীকে। আরও পড়ুন- মালা হাতে দাঁড়িয়ে বর, পাত্রী হঠাৎ গেল ‘বাথরুমে’! অনুসরণ করতেই যা দেখা গেল…অজ্ঞান যুবক! জানা যায়, মহারাষ্ট্রের আন্ধেরি-তাডোবার জঙ্গল থেকে জ়িনাত ও আরও একটি বাঘিনি যমুনাকে বংশবৃদ্ধির জন্য উড়িয়ে আনা হয়েছিল ওডিশার সিমলিপালে। কয়েক দিন কোয়ারান্টিনে (সফ্ট রিলিজ়) রাখার পরে গত ২৪ নভেম্বর সিমলিপাল টাইগার রিজ়ার্ভের মুক্ত জঙ্গলে ছাড়াও হয় জ়িনাতকে। কিন্তু দিন দশেকের বেশি সেখানে তার মন টেকেনি। গত ২০ ডিসেম্বর ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে বাঘিনি জ়িনাত ঢুকে পড়ে ঝাড়গ্রামে। তার পর থেকে শুরু হয় বাঘবন্দি খেলা। None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- January 6, 2025
-
- January 6, 2025
-
- January 6, 2025
Featured News
Latest From This Week
Bankura News: বিষ্ণুপুরের অপূর্ব শিল্পকলা! দেখে হতবাক জার্মান পর্যটক
NEWS
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.