NEWS

Siliguri News: পিএফ থেকে লোন নিয়ে গড়লেন হাব! শিলিগুড়ির টেবিল টেনিসের স্বর্ণযুগ ফেরাতে বড় উদ্যোগ এই প্রাক্তন খেলোয়াড়ের

মান্তু বরাবর স্টেডিয়ামে বোর্ড বসিয়ে অনুশীলন করাতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসনিক ভাবে কোনও সাহায্য তিনি পাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও দক্ষিণবঙ্গে অ্যাকাডেমি চালু হলেও উত্তরবঙ্গে হয়নি। এদিকে শিলিগুড়িতে টেবিল টেনিসের মান কিন্তু ধীরে ধীরে পড়তেই থাকে। তবে খেলোয়াড়দের আগ্রহ রয়েছে দেখেই নিজে লোন নিয়ে বাড়িতেই অ্যাকাডেমি চালু করেছেন মান্তু। শহরের খেলোয়াড়েরা একসঙ্গে অনুশীলন না করায় বাইরে খেলতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। তাই শিলিগুড়িতে আগের মত আর ট্রফি, মেডেল আসছে না বলে দাবি। এই কারণেই, অত্যাধুনিক অ্যাকাডেমি খুলেছেন মান্তু। আরও পড়ুন: ড্রেসিং টেবিল বা বাথরুমের আয়নায় জেদি দাগ? এই ঘরোয়া টোটকায় দাগ উধাও ১ সেকেন্ডে আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন তাঁর অনুশীলন কেন্দ্রে জাতীয় দলের কোচ তথা মান্তুর স্বামী সুব্রত রায়, মান্তু-সহ আরও ৪ জন কোচ থাকবেন। মান্তু বলেন, “আমার স্বপ্ন ছিল অ্যাকাডেমি গড়ার। অবশেষে তা পূরণ হল। আমরা ৮টা বোর্ড বসিয়ে সকলকে একযোগে অনুশীলন করাব। যাতে বাইরে গিয়ে তাঁরা সফল হতে পারেন। আমরা বাচ্চাদেরও নিচ্ছি। যাদের গোড়া থেকে তৈরি করা যাবে। পাশাপাশি যাঁরা ভারতীয় র‍্যাঙ্কের খেলোয়াড় তাঁরাও এখানে অনুশীলন করতে পারবেন।” আরও পড়ুন: গর্বিত হবেন আপনিও! পাহাড়ের উপর ৭২ ঘণ্টায় তৈরি হল সেতু, রেকর্ড গড়ল ভারতীয় সেনা প্রসঙ্গত, এই অ্যাকাডেমিতে সিন্থেটিক ফ্লোর, আমেরিকান টেবিল, রোবট মেশিন-সহ প্রজেক্টর বসানো হবে। দুজন ফিজিও থাকবেন সবসময়। আপাতত ৬০ জন খেলোয়াড় নিয়ে এই অ্যাকাডেমি শুরু হচ্ছে। তবে মেয়েদের সংখ্যা আগের থেকে কমেছে বলে আক্ষেপ মান্তুর। তিনি চান ছেলেদের পাশাপাশি মেয়েরাও আরও বেশি খেলতে আসুক। অনির্বাণ রায় None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.