NEWS

Offbeat Sea Beach Near Kolkata: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে 'ভার্জিন' সমুদ্র সৈকত, সপ্তাহান্তে ঘুরে আসুন, রোম্যান্স মাত্রা ছাড়াবে

অনেকের ইচ্ছা নির্জন কোনও সমুদ্র সৈকতে, সমুদ্রের গর্জন আর সামুদ্রিক পরিবেশ উপভোগ করার। যেখানে থাকবে না মানুষের কোলাহল, থাকবে না কোন দোকানপাট, থাকবে না কৃত্রিম ভাবে সাজানো সমুদ্র সৈকত। সেরকমই একটি সি বীচ হল দক্ষিণ পুরুষোত্তমপুর। জনমানব শূন্য নির্জন বিচে শুধু লাল কাঁকড়ার আনাগোনা আর অসংখ্য ঝিনুকের ছড়াছড়ি। আরও পড়ুনঃ স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তানধারণ সম্ভব? কোন কোন ব্লাডগ্রুপে কতটা ভয়ঙ্কর সমস্যা? জানুন সৈকতের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার মত। বিচেই প্রকৃতিকে খুঁজে পাবেন। এখানে রয়েছে শুধুই প্রাকৃতিক উদ্দামতা। চুপচাপ দাঁড়িয়ে থাকলে বাতাসের শব্দ আর সমুদ্রের গর্জন আমাদের মোহাবিষ্ট করে করে রাখে পর্যটকদের। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সমুদ্র সৈকতে অসংখ্য ঝিনুক আর লাল কাঁকড়ার খেলে বেড়ানো অপার্থিব সুখের আনন্দ দেবে। পুরো সৈকত জুড়ে অজস্র লাল কাঁকড়া খেলে বেড়াচ্ছে। সমুদ্রের দিকে যাচ্ছে আবার ঢেউয়ের ঠেলায় ফিরে আসছে। কাছে গেলেই পালিয়ে যায়। লাল কাকড়ার সঙ্গে ছোটাছুটিতেই কেটে যাবে সময়। লাল কাঁকড়ার সমুদ্র স্নান দেখা পর্যটকদের আলাদা অনুভূতি দেবে। এই নির্জন বীচে শুধু পর্যটক আর প্রকৃতির মেলবন্ধন ছাড়া অন্য কিছুই নেই। এই সমুদ্র সৈকত জায়গাটা মন্দারমণি থেকে মোটামুটি আড়াই-তিন কিলোমিটার আগে। আরও পড়ুনঃ পর্যটকদের জন্য বিরাট খুশির খবর, ঝাড়গ্রাম বেড়ানো এখন হাতে চাঁদ পাওয়ার সমান, কারণ জানলে আনন্দে নাচবেন মন্দারমণি যাওয়ার পথে এই সমুদ্র সৈকতে শীতের সময় পিকনিক বা একদিন প্রকৃতির সঙ্গে মাখামাখি করার আদর্শ জায়গা। দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতে রয়েছে ‘কোয়েস্ট ইন বীচ রিসর্ট’ (Quest Inn Beach Resort)-এ। একদম নতুন একটা রিসর্ট। সমুদ্রের একদম ধারে, আর রিসর্ট থেকেই সমুদ্রে যাওয়ার প্রাইভেট বিচ এক্সেস রয়েছে। এখানে একটি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠের আশ্রম রয়েছে। তাদের গেস্ট হাউসেই থাকতে পারবেন পর্যটকেরা। আশ্রমের গেস্ট হাউসে থাকা-খাওয়া মিলিয়ে একদিনের খরচ মাত্র এক হাজার টাকা। মাত্র এক-দুদিনের জন্য সমস্ত স্ট্রেস থেকে দূরে গিয়ে, নিজের সিস্টেমকে রিস্টার্ট করে নেওয়ার আদর্শ জায়গা। শীতের সময় জনকহ হলে এড়িয়ে দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত পর্যটকদের গন্তব্য। সৈকত শী None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.