NEWS

Bangla News: মনিবের দেখা নেই, খাওয়া বন্ধ রেখে সারাদিন কাঁদছে তৃণমূলের দুলালবাবুর প্রিয় পোষ্য!

আরও পড়ুনঃ ভিটামিন-ফাইবারে ঠাসা মিষ্টি আলু, আটকায় হার্ট অ‍্যাটাক! রোজ এঁরা পাতে রাখুন এই সবজি, কাছে ঘেঁষবে না সুগার গত দুই বছর আগে বিদেশি পাগ প্রজাতির কুকুর ছানাটি বাড়ি নিয়ে এসেছিলেন মৃত কাউন্সিলর দুলাল সরকার। প্রিয় পোষ্যটিকে সবসময় চোখে চোখে রাখতেন। এমনকী প্রায় প্রতিদিন কুকুরটি সঙ্গে করে নিজের পার্টি অফিসে নিয়ে আসতেন। মনিবের চেয়ারের পাশে একটি চেয়ারে বসে থাকত। শুধুমাত্র এই একটি নয়, দুলাল সরকারের মোট ৫ টি পোষ্য কুকুর রয়েছে। এর মধ্যে দেশি কুকুরও রয়েছে। তাদের দেখভাল, খাওয়ানোর জন্য লোক রেখেছিলেন। কোনদিন কাজের ব্যস্ততায় বাড়ির বাইরে থাকলেও সময় মত ফোন করে কুকুরগুলির খোঁজ খবর নিতেন। কখন তাদের কী খাওয়াবে সেগুলোও বলে দিতেন। মৃত কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার বলেন, একটি নয় পাঁচ ছয়টি পোষ্য পুকুর রয়েছে বাড়িতে। খাওয়া-দাওয়া ছেড়েছে। তাঁরা কী করবে তাঁদের কী হবে আমি বুঝতে পারছি না। কুকুরকে খুব ভালবাসতো তাঁদের নিয়মিত খোঁজখবর রাখত দেখভালের জন্য লোক রেখেছিল। আরও পড়ুনঃ HMPV-এর আতঙ্ক বাড়ছে! কী কী উপসর্গ থাকলেই সতর্ক হবেন? কী হলে টেষ্ট? কোভিড আর নয়া ভাইরাস কি এক? নির্দেশিকা জারি করল কিন্তু তিনি মারা যাওয়ার পর পোষ্যগুলির অবস্থা খুব খারাপ। তারা এখন কিছুই বুঝতে পারছে না। তবে সব সময় ছায়াসঙ্গীর মতো যে পোষ্যটিকে ভালবাসতে তিনি তাঁর অবস্থা খুবই শোচনীয়। খাওয়া-দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে। তিনি মারা যাওয়ার পর গত কয়েকদিনের মাত্র একবার খেয়েছে। তারপর থেকে কিছুই খাইনি। আগামীতে এই পোষ্যটির কি হবে তা বুঝে উঠতে পারছেন না কেউই। হরষিত সিংহ None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.