সোমবার সকাল, কুয়াশা ভরা রেল লাইন ধরে ছুটে চলেছে দুন এক্সপ্রেস। ট্রেন যখন চন্দননগর স্টেশন পৌঁছল, সেখানে থামার সঙ্গে সঙ্গেই তৎপরতা শুরু হয় রেল পুলিশের মধ্যে। ট্রেনের কামরা খুঁজে সোজা পুলিশ পৌঁছে যায় ওই মহিলার কাছে। কারণ তার কাছে রয়েছে সন্দেহজনক দুটি ব্যাগ, যার মধ্যে এমন কিছু রয়েছে, যা জড়বস্তু নয়, একেবারে জীবিত। ওই মহিলা যাত্রীর নাম লক্ষ্মী সরকার। বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা ওই মহিলা। তার কাছেই ছিল জামা কাপড় নিয়ে যাওয়ার দুটি ব্যাগ। সেই ব্যাগের মধ্যেই অনবরত নড়াচড়া করে যাচ্ছে সেই সমস্ত কিছু। ব্যাগের চেন খুলতেই তা দেখে চক্ষু চড়ক গাছ রেল পুলিশেরও! আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার মৃত্যু নেই! বলুন তো কে? নামটা শোনামাত্রই তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত! মহিলার দুই ব্যাগ সহ মহিলাকে যখন স্টেশনে নামানো হয়, তখন তা দেখার জন্য ভিড় জমান উৎসুখ জনতাও। তার কাছে রয়েছে দুই ব্যাগ ভর্তি কচ্ছপ! সবকটিই আবার জীবিত! বেআইনিভাবে বন্যপ্রাণ পাচার করা কাজ করছিলেন ওই মহিলা। গোপন সূত্রে সে খবর পৌঁছায় রেল পুলিশের কাছে। তারপরেই তৎপর পুলিশ গিয়ে আটক করে ওই মহিলা সহ তার ব্যাগে থাকা কচ্ছপ গুলিকে। দুটি ব্যাগ মিলিয়ে মোট ২১ টি কচ্ছপ উদ্ধার করেছেন জিআরপি। জানা গিয়েছে, ওই মহিলা কচ্ছপ গুলি নিয়ে উত্তর ২৪পরগনায় কোনও এক ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিলেন পাচার করার জন্য। বন্যপ্রাণের এই কালোবাজারি হাতে না হাতে ধরে ফেলে জিআরপি। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। —- রাহী হালদার None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- January 6, 2025
-
- January 6, 2025
-
- January 6, 2025
Featured News
Latest From This Week
Bankura News: বিষ্ণুপুরের অপূর্ব শিল্পকলা! দেখে হতবাক জার্মান পর্যটক
NEWS
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.