নদিয়ার শান্তিপুর ১৪ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া হরিজন সেঠে এইরকমই এক সচেতনতা অনুষ্ঠান করেন পূর্ব বর্ধমান মন্তেশ্বর থেকে আগত বোলান শিল্পীরা। ছয় সদস্যের এই দলে একজন পুরুষ মহিলা সেজে অপরজনেরা কেউ গান কেউ ঢোলোক কেউ অর্গান বাজিয়ে সঞ্চালনা করেন এই অনুষ্ঠান। তাদেরকে সাধুবাদ জানাতে ছুটে আসেন শান্তিপুর শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে সিআইসি মেম্বার শুভজিৎ দে এবং ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশী। তারাও জানাচ্ছেন বিগত দিনে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় পুষ্প মেলা সহ বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানে শিল্পীদের দিয়ে সচেতনতার প্রচার করানো হয় এবং এটা খুব ফলপ্রসূ হয়। যদিও শান্তিপুর পৌরসভার বিভিন্ন স্বাস্থ্য এবং উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা নিয়মিত এ ধরনের জটিল রোগের খোঁজখবর রাখেন বাড়ি বাড়ি গিয়ে। তবে এ ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের প্রধান আকর্ষণ হওয়ার কারণে লিফলেট এবং তাদের মুখ থেকে অভিভাবকেরা সচেতন হন। আরও পড়ুন: সন্তান তুল্য পোষ্য বিড়াল নিখোঁজ! মাইক প্রচার সহ চলছে তল্লাশি, পুরস্কার ঘোষণা ১০ হাজার আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন আগত শিল্পীরা জানাচ্ছেন, তারা নদিয়ার কল্যাণীতে থেকে গত দুদিন এ ধরনের অনুষ্ঠান করেছেন নানা জায়গায় শান্তিপুরের হরিপুর এবং শহরের থানার মোড় সংলগ্ন এখানে করার পর তারা চলে যাবেন রানাঘাটে, এরপর সেখানে দুদিন অনুষ্ঠান করে যাবেন কৃষ্ণনগর। আর এভাবেই ১৭ দিন ধরে টানা প্রচার করে ফিরবেন কলকাতা স্বাস্থ্য ভবনে। তবে সচেতনতা অনুষ্ঠানের শেষে যেখানে সন্ধ্যা হয় সেখানেই হোটেল কিংবা লজ ভাড়া করে থাকেন, আবার রওনা দেন পরের দিন এভাবেই তাদের সচেতনতার প্রচারের গাড়ি সমগ্র নদিয়া পেরিয়ে কখনও বর্ধমান কখন বীরভূম, বাঁকুড়া এভাবেই চলে সারা বছর। Mainak Debnath None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- January 6, 2025
-
- January 6, 2025
-
- January 6, 2025
Featured News
Latest From This Week
Bankura News: বিষ্ণুপুরের অপূর্ব শিল্পকলা! দেখে হতবাক জার্মান পর্যটক
NEWS
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.