বনগাঁর মানুষ যেভাবে গত কয়েক মাস ধরে ছোট্ট সৃজার দুর্ঘটনার পর থেকে পাশে দাঁড়িয়েছে তাতে যেন বাকরুদ্ধ সৃজার বাবা মাও। জানা যায়, ২০২৪ এর ২৮ অক্টোবর মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাওয়ার সময়, বনগাঁ বারোর পল্লী লোকনাথ মন্দিরের সামনেই লরির ধাক্কায় গুরুতর জখম হয় কুমুদিনী গার্লস স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রী সৃজা মিত্র। “আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন” গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বনগাঁ হাসপাতাল ও পরবর্তীতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছিল। এরপর থেকেই শুরু হয় কঠিন লড়াই। চিকিৎসার জন্য প্রয়োজনিয়ে অর্থ সংগ্রহে বনগাসহ সোশ্যাল মিডিয়াতেও আবেদন জানান সমাজ সচেতন নাগরিকরা। আরও পড়ুন: High Blood Sugar Control Tips: শীতে পাঁচ সবজির রসেই কুপোকাত সুগার, ব্লাডসুগারের দফারফা, শরীর থাকবে ফুরফুরে আরও পড়ুন: Weight Loss Tea: অবহেলার এই গাছের ঔষুধি গুন চমৎকার! রোজ এই ফুলের চা খেলে গলগল করে গলবে চর্বি, কমবে ওজনও বেশ কয়েক লক্ষ টাকা তার চিকিৎসার জন্য খরচ হয়। বনগাঁর বহু মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসেন৷ যেখানে ১২ পল্লী ক্লাব, ক্লাবের সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁর পৌর প্রধান সকলে উল্লেখযোগ্য ভূমিকা নেন। কিন্তু নার্সিংহোমের বিল হয় দাঁড়ায় প্রায় ৭৪ লক্ষ টাকা। আনুষঙ্গিক চিকিৎসার জন্য প্রয়োজন হয় আরও ১৫ লক্ষ টাকা এরপরই বিষয়টি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতেই, বিল মুকুব হয়৷ এদিন অবশেষে ঘরের মেয়ে ঘরে ফিরতেই তাই নিয়ে যাওয়া হয় লোকনাথ মন্দিরে। গোটা পাড়ার লোক একত্রিত হয়ে এদিন যেন জয় উল্লাসে মাতলেন ছোট্ট সৃজার সুস্থ হয়ে ফিরে আসার আনন্দে। Rudra Narayan Roy None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- January 6, 2025
-
- January 6, 2025
-
- January 6, 2025
Featured News
Latest From This Week
Bankura News: বিষ্ণুপুরের অপূর্ব শিল্পকলা! দেখে হতবাক জার্মান পর্যটক
NEWS
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.