NEWS

Bangla News: ঠিক যেন দশভূজা! ঘর সামলে লাঠি হাতে কোথায় তেড়ে গেলেন মহিলারা! দেখুন কী কাণ্ড

নিজেরাই উদ্ধার করে নিয়ে এলেন চোলাই মদ তৈরির সরঞ্জাম-সহ চোলাই পচানি মদ। গ্রামের পুরুষদের মদের আসক্ত থেকে দূর করার জন্য এবার এগিয়ে এলেন গ্রামের মহিলারাই। স্থানীয় সূত্রে খবর, গোঘাটের ভাদুর অঞ্চলের মেথুল ও পোরাবাগান গ্রামের অধিকাংশ মহিলাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে এই গ্রামে রমরমিয়ে চলছে চোলাই তৈরি ও বিক্রি। আরও পড়ুন: বয়স ৫০ হতে চলা অক্ষয়ের আজও সংসার করা হল না, কাপুর পরিবারের মেয়ের সঙ্গে গভীর প্রেম, বিয়েও ঠিক! কিন্তু… তার জেরে প্রভাব পড়ছে তাঁদের বাড়িতে। বাড়ছে পুরুষদের মদের প্রতি আসক্ত। বারবার পুলিশ, আবগারি ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এমনকী টাকার বিনিময়ে অনেকে বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। তাই এইদিন গ্রামে আবগারি দফতরের গাড়ি ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। পুলিশকে সঙ্গে নিয়ে তাঁরাই বাড়ি বাড়ি গিয়ে লুকানো মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। আরও পড়ুন: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা প্রকাশ NIRF-এর, প্রথম দশে বাংলার কোন কলেজ জায়গা পেল? গোটা গ্রাম আবগারি পুলিশদের ঘোরানোর পাশাপাশি মহিলারাই ভাঙচুর করে চোলাই তৈরির সরঞ্জাম। এমনকী সেই উদ্ধার হওয়া চোলাই, আবগারি দফতরের গাড়ির সামনে ফেলে দেন তাঁরা। স্থানীয় এক মহিলা জানান, গ্রামের মধ্যে কিছু বাড়ি রয়েছে যারা চোলাই মদ তৈরি ও বিক্রি করার কাজ করে। তাঁদের পেছনে কাদের মদত আছে জানা নেই। তবে বারবার পুলিশের অভিযানের পরেও এই কাজ বন্ধ হচ্ছিল না। এর প্রভাব এসে পড়ছে তাদের সংসারের উপরে। ঋণ নিয়ে সংসার চালাতে হচ্ছে। সংসারের সব পয়সা নষ্ট করে ফেলছে পরিবারের পুরুষরা। মদের আসক্ত হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। তাই এবার প্রতিবাদে নেমে পড়েছেন গ্রামের সব মহিলারা। পুলিশ ও আবগারি দফতরের সামনে বাড়ির ভেতরে ঢুকে ঢুকে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নিয়ে এসে ভেঙে ফেলেছেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে গ্রামের মধ্যে এই ধরনের অবৈধ ব্যবসা যারা করছে তারা যাতে বন্ধ করে এবং পুলিশ যারা এই অবৈধ কাজ করছে তাদের জন্য গ্রেফতার করে। রাহী হালদার None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.