ঘরোয়া ক্রিকেটে হিমাচল প্রদেশের প্লেয়ার ছিলেন ঋষি ধাওয়ান। ২০০৭ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। রঞ্জি ট্রফি সহ অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্সের সুবাদে ২০১৬ সালে এম এস ধোনি অধিনায়ক থাকাকালীন জাতীয় দলে অভিষেক হয়েছিল ঋষি ধাওয়ানের। কিন্তু ভারতীয় দলে তাঁর কেরিয়ার বেশি দীর্ঘ হয়নি। মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাটেই নিজের ছাপ ছেড়েছেন ঋষি ধাওয়ান। ব্যাটে-বলে হিমাচল প্রদেশের হয়ে খেলেছেন একাধিক স্মরণীয় ইনিংস। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৭২৫ রান করেছেন ঋষি। নিয়েছেন ৩০৯টি উইকেটে। ১০৯টি লিস্ট এ ম্যাচে ২৩৮৫ রান করার পাশাপাশি ১৫৮টি উইকেট নিয়েছেন তিনি। কেরিয়ারে সব মিলিয়ে ১৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন ঋষি। করেছেন ১৭৪০ রান। নিয়েছেন ১১৮টি উইকেট। তাঁর নেতৃত্বে বিজয় হাজারে জিতেছে হিমাচল। আরও পড়ুনঃ Chahal-Dhanashree: ডিভোর্স হলে চাহালের কত টাকা খোরপোশ দিতে হবে ধনশ্রীকে? জানলে অবাক হবেন আইপিএলে পরিচিত নাম ঋষি ধাওয়ান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৩টি দলের হয়ে খেলেছেন তিনি। সেই তালিকায় নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের। কেকেআরের হয়ে এই অল রাউন্ডার খেলেছিলেন ২০১৭ সালে। মুম্বইয়ের একবার আইপিএল জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানর পর তাঁর আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান সতীর্থরা। KKR News: কেকেআর অলরাউন্ডারের হঠাৎ অবসর! কেরিয়ারে ইতি টানলেন আইপিএল জয়ী তারকা! Published by: Sudip Paul Last Updated: January 06, 2025 2:17 PM IST KKR Kolkata Knight Riders All-Rounder Announces Retirement Ahead Of IPL 2025 : সামনেই আইপিএলের নতুন মরশুম। তারআগেই ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন কেকেআরে খেলা তারকা অলরাউন্ডার। Follow us on Google News Link copied! Share this Article WhatsApp facebook Twitter telegram copy link বিগত কয়েক মাসে লাইন দিয়ে চলছে একের পর এক কলকাতা নাইট রাইডার্সে খেলা ক্রিকেটারদের অবসরের পালা। সম্প্রতি এর আগে অবসর করেছে অঙ্কত রাজপুত, শেল্ডন জ্যাকসনরা। এবার সেই তালিকায় নাম লিখিয়ে সাদা বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দিলেন কেকেআরের প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ঋষি ধাওয়ান। কেকেআর ছাড় আইপিএলে আরও একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে হিমাচল প্রদেশের প্লেয়ার ছিলেন ঋষি ধাওয়ান। ২০০৭ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। রঞ্জি ট্রফি সহ অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় ভাল পারফরম্যান্সের সুবাদে ২০১৬ সালে এম এস ধোনি অধিনায়ক থাকাকালীন জাতীয় দলে অভিষেক হয়েছিল ঋষি ধাওয়ানের। কিন্তু ভারতীয় দলে তাঁর কেরিয়ার বেশি দীর্ঘ হয়নি। মাত্র ৪টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাটেই নিজের ছাপ ছেড়েছেন ঋষি ধাওয়ান। ব্যাটে-বলে হিমাচল প্রদেশের হয়ে খেলেছেন একাধিক স্মরণীয় ইনিংস। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৭২৫ রান করেছেন ঋষি। নিয়েছেন ৩০৯টি উইকেটে। ১০৯টি লিস্ট এ ম্যাচে ২৩৮৫ রান করার পাশাপাশি ১৫৮টি উইকেট নিয়েছেন তিনি। কেরিয়ারে সব মিলিয়ে ১৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন ঋষি। করেছেন ১৭৪০ রান। নিয়েছেন ১১৮টি উইকেট। তাঁর নেতৃত্বে বিজয় হাজারে জিতেছে হিমাচল। আরও পড়ুনঃ Chahal-Dhanashree: ডিভোর্স হলে চাহালের কত টাকা খোরপোশ দিতে হবে ধনশ্রীকে? জানলে অবাক হবেন আইপিএলে পরিচিত নাম ঋষি ধাওয়ান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৩টি দলের হয়ে খেলেছেন তিনি। সেই তালিকায় নাম রয়েছে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের। কেকেআরের হয়ে এই অল রাউন্ডার খেলেছিলেন ২০১৭ সালে। মুম্বইয়ের একবার আইপিএল জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানর পর তাঁর আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ও বর্তমান সতীর্থরা। tags : IPL 2025 KKR Kolkata Knight Riders Retirement Location : Kolkata,West Bengal First Published : January 06, 2025 2:17 PM IST বাংলা খবর / খবর / খেলা / KKR News: কেকেআর অলরাউন্ডারের হঠাৎ অবসর! কেরিয়ারে ইতি টানলেন আইপিএল জয়ী তারকা! View More Next Article None
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- January 6, 2025
-
- January 6, 2025
-
- January 6, 2025
Featured News
Latest From This Week
Bankura News: বিষ্ণুপুরের অপূর্ব শিল্পকলা! দেখে হতবাক জার্মান পর্যটক
NEWS
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.