NEWS

Rahul Gandhi: ‘ভারত ন্যায় যাত্রা’র শুরুতেই ধাক্কা, রাহুলকে অনুমতি দিল না মণিপুর সরকার

By: Ananda | Updated at : 10 Jan 2024 02:10 PM (IST) Edited By: pampaas —ফাইল চিত্র। নয়াদিল্লি: মাঝে কিছুদিন বিরতি ছিল। তার পর আবারও অশান্তি। নতুন করে হিংসা ছড়িয়েছে মণিপুরে। সেই আবহে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর 'ভারত ন্যায় যাত্রা'য় সায় দিল না রাজ্যের সরকার। আগামী ১৪ জানুয়ারি মণিপুর থেকে রাহুলের নেতৃত্বে 'ভারত ন্যায় যাত্রা' শুরু হওয়ার কথা। সেই মর্মে এন বীরেন সিংহ সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল। কিন্তু বীরেন সরকার সেই আবেদন খারিজ করে দিয়েছে। মণিপুরের রাজধানী ইম্ফলের পূর্বের হাত্তা কাংজেবুং থেকে রাহুলের 'ভারত ন্যায় যাত্রা' শুরু হবে বলে ঠিক হয়েছে। মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং দলের বিধায়ক কে মেঘচন্দ্র তার জন্য কংগ্রেস প্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন। বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বাংলোয় দীর্ঘ বৈঠকও হয়। কিন্তু আইন-শৃঙ্খলা এবং রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি অনুমতি দিতে রাজি হননি বলে কে মেঘচন্দ্রই জানিয়েছেন। বীরেন সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত 'দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করেছেন মেঘচন্দ্র। তবে তিনি জানিয়েছেন, রাজ্য সরকার অনুমতি না দিলেও, নির্ধারিত দিনে মণিপুর থেকেই 'ভারত ন্যায় যাত্রা' বেরোবে। তবে হাত্তা কাংজেবুংয়ের পরিবর্তে থুবাল জেলার খোংজোমের একটি বেসরকারি জায়গা থেকে যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে, মঙ্গলবার বীরেন জানিয়েছিলেন, যাত্রায় অনুমোদনের বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা চলছে। তবে শেষ মেশ অনুমোদন দিলেন না তিনি। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ' ভারত জোড়ো যাত্রা 'র পর পূর্ব থেকে পশ্চিমে 'ভারত ন্যায় যাত্রা'র কর্মসূচি গ্রহণ করেছেন রাহুল। কয়েক মাস আগে হিংসারপ আগুনে উত্তপ্ত হয়ে ওঠা মণিপুর নিয় এর আগে সংসদে সরব হয়েছিলেন তিনি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবং রাজ্যে বিজেপি-র বীরেন সরকার মণিপুরকে হতাশ করেছে, সেখানে হিংসার আগুনে ইন্ধন জুগিয়েছে বলে অভিযোগ করেন তিনি। গোটা পৃথিবী ঘুরে বেড়ানো প্রধানমন্ত্রী কেন মণিপুর যাওয়ার সময় পাচ্ছেন না, প্রশ্ন তোলেন সংসদেই। এমনকি হিংসাদীর্ণ মণিপুরে সশরীরে পৌঁছেও গিয়েছিলেন রাহুল। সেই মণিপুর থেকেই রাহুলের 'ভারত ন্যায় যাত্রা'র সূচনার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস কিন্তু অনুমতি মিলল না তাতে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে 'ভারত ন্যায় যাত্রা'র আওতায় ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পেরোবেন রাহুল। ৬৬ দিনে মোট ১১০টি জেলায় ঘুরবেন তিনি। ২০ মার্চ মুম্বইয়ে গিয়ে শেষ হবে 'ভারত ন্যায় যাত্রা'। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে যাত্রার সূচনা করবেন বলে জানা গিয়েছে। তবে মণিপুর থেকে আদৌ যাত্রা বেরোয় কিনা, তা সময়ই বলবে। বর্তমানে হিংসার আগুনে নতুন করে জ্বলছে মণিপুর। সোমবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলে সশস্ত্র উগ্রপন্থীদের। মোরে-তে একাধিক জায়গায় সংঘর্ষ বাধে। গুলিবর্ষণের পাশাপাশি মর্টার শেলও ছোড়া হয়। এমনকি বোমাও ফেলে হয় বলে অভিযোগ উঠে আসে। যদিও হতাহতের খবর সামনে আসেনি। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.