Khaleda Zia: কাতারে আমিরের ওই এয়ার অ্যাম্বুলেন্সটি তৈরি করা হয়েছে একটি এয়ারবাস এ-৩১৯ বিমানে। এটিকে একটি উড়ন্ত হাসপাতাল বলা যেতে পারে জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে পটপরিবর্তনের পর অনুমতি মিলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে আগামিকাল ব্রিটেন যাচ্ছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। যুক্তরাজ্যে আপাতত একটি ক্লিনিকে তাঁর চিকিত্সা হবে। তার পর তাঁকে নিয়ে যাওয়া হবে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে। সেখানেই তাঁর চিকিত্সা হবে। আরও পড়ুন- নবান্নের অনুমতি ছাড়া আর প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না ডাক্তাররা!! খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম জাহিদ বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশযাত্রার সব প্রস্তুতি শেষ। গতকাল রাত সোয়া ৯টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা তাঁর সঙ্গে গুলশানের বাসায় দেখা করেন। এরপর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, তাঁদের নেত্রী সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন। কী রয়েছে ওই এয়ার অ্যাম্বুল্যান্সে কাতারে আমিরের ওই এয়ার অ্যাম্বুলেন্সটি তৈরি করা হয়েছে একটি এয়ারবাস এ-৩১৯ বিমানে। এটিকে একটি উড়ন্ত হাসপাতাল বলা যেতে পারে। এর ভিতরে রয়েছে অত্যাধুনিক সকল চিকিসা সুবিধা। এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে। বিশেষ এই বিমানে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন, যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম। চিকিত্সার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। প্রায় ৭ বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত হতে চলেছে তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেখানে খালেদের অপেক্ষা করে রয়েছেন তাঁর পুত্রবধূ জোবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানও। রাজনৈতিক মহলের ধারনা বহুদিন পর ছেলে তারেকের সঙ্গে দলের পরবর্তী কর্মসূচি নিয়ে খালেদার কথা হবে। উল্লেখ্য, একাধিক রোগে ভুগছেন খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। একাধিকবার তাঁর মৃত্যুর গুজবও ছড়ায়। এমন পরিস্থিতিতে দল ও পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তাঁর বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয়। সরকার তাতে সাড়া দেয়নি। এবার সরকার বদলে মিলল সেই সাড়া। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)
NZ
319/8 (83.0 ov)
|
VS |
ENG
|
Full Scorecard → |
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- January 6, 2025
-
- January 6, 2025
-
- January 6, 2025
Featured News
Latest From This Week
Bangladesh: বদলের বাংলাদেশে বাড়ছে বেকারত্ব! তিনমাসেই কর্মহীন...
BENGALI
- by Sarkai Info
- January 6, 2025
Shahid Kapoor: বেপরোয়া পুলিস শাহিদ, 'দেবা' এসেই বাঁধাল ধুন্ধুমার...
BENGALI
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.