BENGALI

Doctors Private Practise: নবান্নের অনুমতি ছাড়া আর প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না ডাক্তাররা!!

Doctors Private Practise: এখন কোন বিধি নিষেধ নেই। সরকারি হাসপাতালে অধ্যাপক চিকিত্‍সকরাও হাসপাতালের বাইরেও রোগী দেখেন। প্রাইভেটে প্র্যাকটিস করেন। কেউ কেউ তো সরকারি কোয়ার্টারেই চেম্বার খুলে বসেছেন। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : 'অনুমতি ছাড়া কোন ধরনের প্রাইভেট প্রাকটিস নয়'। সরকারী হাসপাতালের অধ্যাপক-চিকিত্‍সকদের জন্য এবার নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় উল্লেখ, সরকারি হাসপাতালে কর্মরত কোনও অধ্যাপক চিকিত্‍সক যদি প্রাইভেট প্র্যাকটিস করতে চান, তাহলে ডিরেক্টর অফ হেল্প এডুকেশনের কাছ থেকে অনুমতি নিতে হবে। নো-অবজেকশন সার্টিফিকেট লাগবে। শুধু তাই নয়, সরকারি হাসপাতালে কোয়ার্টার প্রাইভেট প্র্যাকটিশ করা যাবে না। আরও পড়ুন: HMPV Virus in Kolkata: HMPV-র ভয়াল থাবা বাংলাতেও! আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু... ঘটনাটি ঠিক কী? এখন কোন বিধি নিষেধ নেই। সরকারি হাসপাতালে অধ্যাপক চিকিত্‍সকরাও হাসপাতালের বাইরেও রোগী দেখেন। প্রাইভেটে প্র্যাকটিস করেন। কেউ কেউ তো সরকারি কোয়ার্টারেই চেম্বার খুলে বসেছেন। বিধানসভায় স্বাস্থ্যসাথীর টাকার অপব্য়বহারের অভিযোগে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'ডাবল চেক করা হয়েছে। স্বাস্থ্যসাথীর টাকার অপব্যবহার ধরা পড়েছে'। সঙ্গে চিকিত্‍সকদের একাংশকে কড়া বার্তা, 'আপনি কাজও করবে না, টাকাও ঘুরিয়ে নেবেন। ডিপার্টমেন্ট তদন্ত করে ব্যবস্থা নেবে'। এরপরই স্বাস্থ্যসাথী কার্ডকে একগুচ্ছ নিয়মের বেড়াজালে বেঁধে ফেলে রাজ্য সরকার। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিত্‍সা করলে সরকারি চিকিত্‍সকদের হলফনামা দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। নির্দেশিকায় উল্লেখ, 'নন-প্র্যাকটিসিং অ্য়ালাউন্স নিচ্ছেন না'। এই মর্মে হলফনামা দিতে হবে সরকারি চিকিত্‍সকদের। কোনও বিচ্যুতি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে'। সরকারি চিকিত্‍সকদের প্রাইভেট প্র্যাকটিসে রাশ টানতে চাইছে সরকার? জল্পনা চলছিল। আরও পড়ুন: C V Ananda Bose: সরেজমিনে খতিয়ে দেখবেন আদিবাসী গ্রামগুলি! রাজ্যপালের নয়া প্রকল্প... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.