BENGALI

Bangladesh: বিরোধিতার শেষ নেই, যদিও সব পাতে ভাত দিতে ভারত থেকেই চাল নিচ্ছে বদলের বাংলাদেশ

Bangladesh: আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে ওই চাল কিনছে বাংলাদেশ। সেদেশে ওই চাল পাঠাবে বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে সরকার বদলের পর দুদেশের সম্পর্ক অনেকটাই ধাক্কা খেয়েছে। মহম্মদ ইউনূসের দেশে এখন ভারত বিরোধিতা প্রবল। ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানিতে প্রবল আপত্তি অনেকের। কোথাও কোথায় ভারতীয় পণ্য বর্জনেরও ডাক দেওয়া হচ্ছে। এর মধ্যেই ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আরও পড়ুন- হু হু করে বাড়ছে সংক্রমণ, HMPV-এর পরে নয়া আতঙ্ক 'র‍্যাবিট ফিভার', জানুন এর উপসর্গ আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে ওই চাল কিনছে বাংলাদেশ। সেদেশে ওই চাল পাঠাবে বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। ওই চালের দাম পড়বে ২৭৫ কোটি টাকা। দেশে চালের যোগান দেওয়ার জন্য এই অর্থবর্ষে ৬ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২ লাখ মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল এবং জি টু জি পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন আতপ চাল-সহ মোট ৩.০০ লাখ মেট্রিক টন চাল কেনার চুক্তি সম্পাদিত হয়েছে। সূত্রের খবর, গত ২ জানুয়ারি টেন্ডার যাচাই করে ভারতের বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টন চালের দাম ৪৫৮.৮৪ মার্কিন ডলার উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। ফলে দরপত্র মূল্যায়ন কমিটি মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ করে। ভারতের পশ্চিম উপকূল থেকে চাল আমদানি করা হলে প্রতি মেট্রিক টনের দাম ৪৯৩.৩৯ মার্কিন ডলার, পূর্ব উপকূল থেকে আনলে দাম পড়বে ৪৮৫.৫১ মার্কিন ডলার, পাকিস্তানের করাচি থেকে আনলে প্রতি মেট্রিক টনের দাম ৫৩৬.২১ মার্কিন ডলার, থাইল্যান্ড থেকে দাম পড়বে ৫৫৩.২৮ মার্কিন ডলার আর ভিয়েতনাম থেকে থেকে আনলে প্রতি মেট্রিক টনের দাম ৫৩৭.১২ ডলার। অর্থাৎ প্রতি মেট্রিক টন চালের গড় দাম ৫২১.১০ মার্কিন ডলার। ফলে বাংলার চালই পছন্দ করছে বাংলাদেশ সরকার। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.