BENGALI

East Bengal: মুম্বইয়ের কাছে অসহায় আত্মসমর্পণ! ডার্বির আগে চরম হতাশ করল ইস্টবেঙ্গল....

East Bengal vs Mumbai City: তিন ম্যাচ পর ফিরল পুরনো ইস্টবেঙ্গল! ডার্বির আগে জুড়ল এক রাশ চিন্তা.. জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১১ জানুয়ারি বছরের প্রথম ডার্বি| ইন্ডিয়ান সুপার লিগে মুখোমুখি দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান| সেই সময়ে গঙ্গাসাগর মেলা চলবে বলে পুলিস আগেই জানিয়ে ছিল যে, যুবভারতী ক্রীড়াঙ্গনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়| ফলে ম্যাচ হচ্ছে ওই তারিখেই অন্য কোনও ভেন্যুতে| মহারণের আগে লাল-হলুদ জনতাকেও ইস্টবেঙ্গল টিম পারফরম্যান্সের নিরাপত্তা দিতে পারল না! মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে বহুদিন পর ফিরল সেই হতশ্রী লাল-হলুদ| তিন ম্যাচ অপরাজিত থাকার পর মুখ থুবড়ে পড়ল অস্কার ব্রুজোর শিষ্যরা, তাও আবার ডার্বির ঠিক আগে নেট প্র্যাকটিসের ম্যাচে! মুম্বই ৩-২ ম্যাচ জিতে নিল| আরও পড়ুন: Border Gavaskar Trophy: 'আখের মতো নিংড়ে ওর রস...'! ভারতীয় তারকার অপব্যবহার, হরভজনের তোপ ম্যানেজমেন্টকে বিপিন সিং ও লালিয়ানজুয়ালা ছাংতে, পূর্ব ভারতের দুই উইঙ্গার মুম্বই সিটি এফসি-র জোড়া ফলা| তাঁদের দু'প্রান্ত ধরে আক্রমণ প্রতিপক্ষকে ফালাফালা করে দেয়| ইন্ডিয়ান সুপার লিগে এ ছবি সকলেরই চেনা| তাঁদের সঙ্গে ব্রেন্ডন ফার্নান্ডেজ, বিক্রম প্রতাপ সিং , নিকোলাস কারেলিস জুড়ে যান| এই পঞ্চপাণ্ডব মিলে যে ত্রাসের সঞ্চার করেন, তা যে কোনও দিন যা কিছু ঘটিয়ে দিতে পারে| ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও ঠিক তেমনটাই ঘটল| যার নিটফল বিরতির আগেই লাল-হলুদের জালে জোড়া গোল জড়িয়ে দেওয়া| সোমবার যুবভারতীতে মুম্বই শুরু থেকেই 'গো ফর গোল' মন্ত্রে ঝাঁপিয়েছিল, সেখানে ইস্টবেঙ্গলকে দেখে মনে হচ্ছিল যেন, তারা ওয়ার্ম-আপ করতে নেমেছে| মুম্বই এদিন একেবারে টাট্টু ঘোড়ার মতো ছুটছিল, সেখানে লাল-হলুদ যেন ধুঁকছিল! লাল হলুদের না ছিল আক্রমণ, না উইং প্লে, না ডিফেন্স| সেই যেন পুরনো ইস্টবেঙ্গল! খেলার বয়স যখন ৩৯ মিনিট, তখনই ইষ্টবেঙ্গল প্রথম গোল হজম করে ফেলে| ক্রমাগত আক্রমণ থেকেই গোল তুলে আনে মুম্বই| ব্রেন্ডন অসাধারণ বল বাড়িয়ে ছিলেন ছাংতেকে, সেখান থেকে প্রভসুখন গিলকে পরাস্ত করে দুরন্ত ফিনিশ করেন ছাংতে| এই গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল করে যুবভারতীকে চুপ করিয়ে দেয় মুম্বই| ভ্যান নিয়েফের দুরন্ত থ্রু বল ধরে কারেলিস দৌড়ে বাঁ-পায়ের শট নেন, সেই শট যদিও গিল প্রথমে রুখে দিয়েছিলেন, তবে রিবাউন্ডে গোল হয়ে যায়| ৪৩ মিনিটে স্কোরলাইন ২-০ হয়ে যায়| বিরতিতে দু'গোলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় ৬৬ মিনিটে| যদিও এই লাল-হলুদের কৃতিত্বে আসেনি| মুম্বই উপহার দেয়| পিভি বিষ্ণুর শট মুম্বইয়ের ডিফেন্ডার সাহিল পানওয়ারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়| মুম্বইয়ের গোলকিপার রেহনেশও অবাক হয়ে তাকিয়ে থাকেন| ৮৩ মিনিটে ইস্টবেঙ্গল গ্যালারিকে আনন্দে মাতিয়ে দিয়েছিলেন ৬৯ মিনিটে জিকসনের পরিবর্তে নামা ডেভিড লালহানসাঙ্গা| দুরন্ত শটে বাঁ পোস্টের কোনা দিয়ে জালে বল জড়িয়ে, সমতা ফিরিয়ে আনেন খেলায়| আরেকটা পঞ্জাব ম্যাচের রিক্যাপের আশায় যখন সমর্থকরা বুক বাঁধছিলেন, তখনই সেই আশায় জল ঢেলে দেন কারেলিস| ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোলটি করে ফেলেন গ্রিস ফরোয়ার্ড| লাল-হলুদ রক্ষণের চরম দুর্বলতার সুযোগ নিয়েই| ইস্টবেঙ্গল এদিন যে খেলা খেলল, তা যদি ডার্বিতেও বজায় থাকে, তাহলে শোচনীয় পরিণতি নিশ্চিত| এই কথা বলাই যায় এখনই| এই ম্যাচের উপরেই অনেক কিছু নির্ভর করছিল, মনে করা হচ্ছিল এবার অনেকদিন পর একটা হাড্ডাহাড্ডি ডার্বি দেখতে চলেছে ইস্ট-মোহন সমর্থকরা! তবে লাল-হলুদ বড় ম্যাচে মাঠে নামার আগেই অনেকটা পিছিয়ে পড়ল! আরও পড়ুন: Santosh Trophy 2024-25: ভাগচাষী বাবা দিতে পারেননি বুট, আজ ছেলে সন্তোষ চ্যাম্পিয়ন! অঝোরে কাঁদছে পরিবার... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.