BENGALI

Scare of Tiger: জিনাত আতঙ্ক কাটতেই নতুন বাঘের হানা! গলায় নেই রেডিও কলার, অন্ধকারে বনবিভাগ...

Royal Bengal Tiger: কুলতলির মৈপিঠে অবস্থান পরিবর্তন করল বাঘ। মৈপিঠের দক্ষিন বৈকুন্ঠপুর সংলগ্ন জঙ্গলে ছিল বাঘ। সেখানে জাল দিয়ে ঘেরার কাজ করেছিল বনদপ্তর। কিন্তু সেই জাল পার করে বাঘ তার অবস্থান পরিবর্তন করেছে। প্রায় দেড় কিলোমিটার পেরিয়ে উত্তর বৈকুন্ঠপুর এলাকায় বাঘ আছে বলে মনে করেছে। নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে এই এলাকায়। মনোরঞ্জন মিশ্র: জিনাতের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বাঘের আতঙ্ক দানা বেঁধেছে পুরুলিয়া-ঝাড়খন্ড সীমান্ত এলাকায়। সন্ধ্যা নামলেই শুনশান হয়ে পড়ছে এলাকা। ঝাড়খণ্ডের চাণ্ডিল লাগোয়া জঙ্গলে ঘোরাফেরা করছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘের গলায় জিনাতের মতো রেডিও কলার না থাকায় বাঘের গতিবিধি জানতে হিমশিম খেতে হচ্ছে ঝাড়খণ্ডের বনবিভাগকে। একটার পর একটা আতঙ্কের রাত কাটাচ্ছেন ওই এলাকার মানুষজন। সেই আতঙ্ক দানা বেঁধেছে ঝাড়খণ্ড ঘেঁষা পুরুলিয়াতেও। আরও পড়ুন, Earthquake: সাত সকালে তীব্র ভূমিকম্প! উৎসস্থল নেপাল, কাঁপল কলকাতা-উত্তরবঙ্গ... ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসোঁওয়া বনবিভাগের চান্ডিল রেঞ্জ ও খুঁটি বনবিভাগের তামাড় রেঞ্জ সীমানায় প্রায় ১০-১৫ কিমি ব্যাসার্ধ জুড়ে বাঘের পায়ের ছাপ মিলেছে। তারপরই ওই জঙ্গল লাগোয়া এলাকায় জারি করা হয়েছে ১৮৯(৪) ধারা। বসানো হয়েছে একাধিক ট্র্যাপ ক্যামেরা। এলাকায় রাত দিন চলছে মাইকিং প্রচার। এলাকাবাসীদের জঙ্গলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরাইকেলা-খরসোঁওয়ার চান্ডিল বনাঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঝাড়খন্ড বনবিভাগের অনুমান বাঘ এসেছে পালামৌ থেকে। বাঘের আগমন ঘটতেই ভয়ে কাঁটা ওই এলাকার মানুষজন। এদিকে ঝাড়খণ্ড ঘেঁষা পুরুলিয়াতেও সেই আতঙ্ক গ্রাস করেছে। সদ্য জিনাতের তাণ্ডব দেখে আতঙ্ককে ভুলতে পারেনি বান্দোয়ান, মানবাজারের বাসিন্দারা। এবার যে এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে সেই এলাকা থেকে বলরামপুরের দাঁতিয়ার সীমানা মাত্র ২৫ কিলোমিটার। হলে প্রকৃত দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। বাঘের পদচিহ্ন থেকে স্পষ্ট এক রাতে ওই বাঘ প্রায় ১২ থেকে ১৫ কিমি হাঁটছে। এলাকা থেকে বেশ কয়েকটি গবাদি পশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ফলে আতঙ্ক বাড়ছে ঝাড়খন্ড ছুঁয়ে থাকা পুরুলিয়ার বলরামপুর, বাঘমুন্ডির গ্রামগুলিতে। ঘুম ছুটেছে এলাকার বাসিন্দাদের। যদিও এখনও পর্যন্ত ঝাড়খন্ড বন বিভাগের পক্ষ থেকে পুরুলিয়ার বন বিভাগকে অফিসিয়াল কোনো তথ্য দেয়নি বলে দাবি পুরুলিয়া বনে বিভাগের ডিএফও অঞ্জন গুহর। তবুও আগে থেকেই সতর্ক রয়েছে পুরুলিয়া বন বিভাগ।পুরুলিয়ার বলরামপুর, মাঠা, বাঘমুন্ডি বনাঞ্চলের রেঞ্জ আধিকারিক ও বনকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন পুরুলিয়া বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। পুরুলিয়া ঝাড়খন্ড সীমান্ত এলাকায় বাঘের উপস্থিতির খবর মিলতে তৎপর রয়েছে পুরুলিয়ার বন দফতর। ওড়িশার বাঘিনী জিনাত যেভাবে তিন রাজ্যের বনবিভাগকে নাজেহাল করেছে তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই আগেভাগেই সতর্ক পুরুলিয়া বনবিভাগ। আরও পড়ুন, West Bengal News LIVE Update: অন্তঃস্বত্তা স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ব্যবস্থা নেয়নি পুলিস... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.