Harbhajan Singh On Jasprit Bumrah: জসপ্রীত বুমরার সঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে অপব্যবহার করেছে, তারই প্রতিবাদ করলেন হরভজন সিং। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১০ বছর পর বর্ডার-গাভাসকর (BGT 2024-2025) ট্রফি হাতছাড়া ভারতের! অধরা জয়ের হ্যাটট্রিক। সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ সিরিজ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েই শুধু ভারতের বুক ভাঙেনি, রোহিত শর্মাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে জসপ্রীত বুমরার (Jasprit Bumrah Injury Upadate) চোটে! চোটের কারণের সঙ্গে জড়িয়ে রয়েছে সরাসরি কাজের ধকল, পোশাকি ভাষায় 'ওয়ার্কলোড'। বুমরার এখন মাঠে ফেরা দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে গিয়েছে। অথচ সামনেই ভারতের একের পর এক হেভিওয়েট সিরিজ। বুমরার এই বেহাল অবস্থার সরাসরি ভারতীয় টিম ম্যানেজমেন্টকেই দায়ী করলেন হরভজন সিং (Harbhajan Singh)। বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ধুয়ে দিলেন গৌতম গম্ভীরদের। আরও পড়ুন: একা বুমরাই করেছেন ৫৬০ ওভার! পরপর হাইভোল্টেজ সিরিজ, মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের... হরভজন তাঁর ইউটিউব চ্য়ানেলে বিস্ফোরক অবতারে উত্তীর্ণ হয়েছিলেন, তিনি এক নিঃশ্বাসে বলে গেলেন, 'বুমরাকে আখের মতো নিংড়ে ওর রস বার করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট! ট্রাভিস হেড, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, যেই আসুক না কেন, বল সেই বুমরাকেই দেওয়া হবে! কত ওভার বল করবে বুমরা! ওকে এমন অবস্থায় নামানো হল যে শেষে বল করতে পারল না ছেলেটা। ও বল করতে পারলে হয়তো অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট জিতত, তবে ওদের আট উইকেট চলে যেত, ওদের জন্য যা কঠিন হয়ে যেত। ওর কোমর ভেঙে দেওয়া হয়েছে। বুমরা কত ওভার বল করবে সে সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টকেই নিতে হবে।' অজিভূমে চরম ভরাডুবির মাঝেও একমাত্র উজ্জ্বল দিক ছিল বুমরার বুম...বুম...পারফরম্যান্স! একাই তুলে নিয়েছিলেন ৩২ উইকেট, আজ পর্যন্ত এর আগে কোনও ভারতীয় বিদেশের মাটিতে এক সিরিজে এত উইকেট পাননি! দেখতে গেলে বর্ডার-গাভাসকর ট্রফির একক আসরেও যা ভারতীয়দের ভিতরে সর্বাধিক, সেই বুমরাই সিডনি টেস্টের পঞ্চম দিনে খেলতে পারেননি পেশিতে খিঁচুনি ধরার জন্য। চোট পরীক্ষা করাতে মাঠ থেকেই তাঁকে ছুটতে হয়েছিল হাসপাতালে। আর এই চোটই ভারতের বুক কাঁপিয়ে দিয়েছে! ২০২৩ সাল থেকে এখনও পর্যন্ত বুমরা একাই বল করেছেন ৫৬০.১ ওভার! বর্ডার-গাভাসকর ট্রফিতেই তিনি বল করেছেন ১৫১.২ ওভার। অতীতেও বুমরা চোট পেয়েছেন। এমনিই পেসারদের চোট আঘাতের প্রবণতা একটু বেশিই থাকে। তবে বুমরার ক্ষেত্রে অতিরিক্ত কাজের ধকলই 'ব্যাকফায়ার' করল! দেখা যাক কবে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে নামেন। হাতে আর দুই সপ্তাহ, তারপরেই ভারতে আসছে ইংল্যান্ড। সাদা বলের ক্রিকেটে ৫টি টি-২০ আই ও ৩টি ওডিআই রয়েছে, মনে করা হচ্ছে এই সিরিজের অধিকাংশ ম্যাচেই খেলানো হবে না দেশের সব ফরম্যাটের এক নম্বর পেসারকে। মনে করা হচ্ছে বুমরাকে তাঁর ঘরের মাঠ আহমেদাবাদে সিরিজের শেষ ওডিআই খেলানো হতে পারে ফিটনেস পরখ করাতে। আরও পড়ুন: 'দেখব, এই দলের ক'জন পরের রাউন্ডের রঞ্জি খেলছে'! গম্ভীরকে চরম কটাক্ষ গাভাসকরের (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)
NZ
319/8 (83.0 ov)
|
VS |
ENG
|
Full Scorecard → |
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- January 6, 2025
-
- January 6, 2025
-
- January 6, 2025
Featured News
Latest From This Week
Bangladesh: বদলের বাংলাদেশে বাড়ছে বেকারত্ব! তিনমাসেই কর্মহীন...
BENGALI
- by Sarkai Info
- January 6, 2025
Shahid Kapoor: বেপরোয়া পুলিস শাহিদ, 'দেবা' এসেই বাঁধাল ধুন্ধুমার...
BENGALI
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.