BENGALI

HMPV Virus in Kolkata: HMPV-র ভয়াল থাবা বাংলাতেও! আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু...

HMPV ভাইরাসের এবার ঢুকে পড়ল কলকাতাতেও! আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সে চিকিত্‍সাধীন ছিল বলে খবর। অর্কদীপ্ত মুখোপাধ্যায়: HMPV ভাইরাস এবার ঢুকে পড়ল কলকাতাতেও! আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সে চিকিত্‍সাধীন ছিল বলে খবর। আরও পড়ুন: Gangasagar Mela| Mamata Banerjee: বাংলাদেশে আমাদের মত্‍সজীবীদের মারধর করা হয়েছে, গঙ্গাসাগরে বিস্ফোরক মুখ্যমন্ত্রী জানা গিয়েছে, বাড়ি কলকাতাতেও। তবে বাবা-মায়ের সঙ্গে মুম্বইয়ে থাকে ওই শিশুটি। ডিসেম্বরে কলকাতায় আসার পর, অসুস্থ হয়ে পড়ে সে। সর্দি, কাশি ও গলায়-বুকে কফ জমার মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থতা এতটাই বাড়ে যে, শিশুকে ভর্তি করা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। ডাক্তারি পরীক্ষায় HMPV ভাইরাস ধরা পড়ে। শুরু হয় চিকিত্‍সা। ১০-১২ দিনের মধ্য়েই অবশ্য ধীর ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুটি। বস্তুত, মুম্বইয়ে ফিরেও গিয়েছে সে। আরও পড়ুন: WB Weather Update: পশ্চিমী ঝঞ্ঝাকে তোয়াক্কা না করে কামব্যাক শীতের! বৃষ্টির চোখরাঙানি জেলায়-জেলায়... এদিকে গোটা দেশে এখনও পর্যন্ত HMPV ভাইরাসে আক্রান্ত ৩ শিশু। দ্রু ছড়াচ্ছে সংক্রমন। কলকাতায় আক্রান্ত শিশুটির চিকিত্‍সক সহেলি দাশগুপ্ত জানিয়েছেন, 'গত ছ'মাসে একটি মাত্র শিশুই HMPV পজিটিভ ছিল। তবে বিগত এক বছরে এইরকম আরও দু'এক পেয়েছিলেন তিনি'। বলেন, ;ভয়ের কোন কারণ নেই। উপসর্গ অনুযায়ী চিকিত্‍সা করলে ১০-১২ দিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে উঠবে। তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বেশি, তাদের আক্রান্ত হওয়ার সম্ভবনা কম'। উপসর্গ করোনা মতোই। ফের চিন থেকে ছড়াচ্ছে এই HMPV ভাইরাস। ভারতে প্রথম এই ভাইরাসের হদিশ মেলে বেঙ্গালুরুতে। আক্রান্ত হয় আট মাসের শিশু। এরপর দ্বিতীয় আক্রান্তের খোঁজও পাওয়া যায় বেঙ্গালুরুতেই। আমেদাবাদের HMPV ভাইরাসের কবলে পড়ে ২ মাসের এক শিশু। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.