BENGALI

Bengaluru Death: অবসাদেই চরম পদক্ষেপ! দুই সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি? চাঞ্চল্য বেঙ্গালুরুতে..

Bengaluru Death: পুলিস সূত্রে খবর, মৃতেরা হলেন অনুপ কুমার, তাঁর স্ত্রী রাখী ও তাঁদের দুই সন্তান অনুপ্রিয়া ও প্রিয়াংশ। বাড়ি, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। বেঙ্গালুরুতে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করতেন অনুপ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শহরেরর আরএমভি এলাকায় ভাড়া থাকতেন তিনি। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই সন্তানকে খুন করে আত্মঘাতী তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ও তাঁর স্ত্রী? ভাড়া বাড়িতে পাওয়া গেল দুই শিশু ও দম্পতির দেহ। চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর আরএমভি এলাকায়। আরও পড়ুন: ISRO: ইসরোর মুকুটে নয়া পালক! মহাকাশে শস্য ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা... পুলিস সূত্রে খবর, মৃতেরা হলেন অনুপ কুমার, তাঁর স্ত্রী রাখী ও তাঁদের দুই সন্তান অনুপ্রিয়া ও প্রিয়াংশ। বাড়ি, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। বেঙ্গালুরুতে একটি তথ্য প্রযুক্তি সংস্থায় চাকরি করতেন অনুপ। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শহরেরর আরএমভি এলাকায় ভাড়া থাকতেন তিনি। রোজ যেমন আসেন, আজ সোমবার সকালে অনুপদের বাড়িতে কাজ করতে এসেছিলেন পরিচারিকা। কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কারও সাড়া পাননি তিনি। সন্দেহ হওয়ায় শেষপর্যন্ত প্রতিবেশীদের খবর দেন পরিচারিকাই। এরপর খবর দেওয়া হয় থানায়। বাড়ির দরজা ভেঙে চারজনের দেহ উদ্ধার করে পুলিস। কীভাবে মৃত্যু? প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্য়া করেছেন অনুপ ও তাঁর স্ত্রী রাখী। পরিচারিকার বয়ান, ওই দম্পতির প্রথম সন্তান অনুপ্রিয়া বিশেষভাবে সক্ষম ছিলেন। তার শারীরিক অবস্থায় নিয়ে সম্ভবত অবসাদে ভুগছিলেন ওই দম্পতি। এদিকে প্রতিবেশী জানিয়েছে, বাইরে থেকে দেখে বোঝা যায়নি যে, অনুপ ও রাখী মানসিক অবসাদে ভুগছেন। বস্তুত, সন্তানদের নিয়ে নাকি পুদুচেরি ঘুরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাঁরা। গোছগাছও সেরে ফেলেছিলেন রবিবার রাতে। আজ, সোমবার রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিনই মিলল চারজনের দেহ! আরও পড়ুন: Stock Market Crash: ভারতে ভূমিকম্প! নয়া ভাইরাস হানা দিতেই বাজার থেকে সরে গেল সাড়ে ৯ লক্ষ কোটি টাকা... (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.