BENGALI

Ramcharan: অল্লু অর্জুনের পর অস্বস্তিতে রামচরণ! সিনেমার প্রচারেই মৃত্যু ২ ভক্তের...

Ramcharan: গত ৪ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রিতে ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্টের আয়োজন করা হয়। সেই ইভেন্টের পরেই প্রাণ হারান ২ ভক্ত। মৃতদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রযোজক দিল রাজু। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে মারা যান অল্লু অর্জুনের এক ভক্ত। এই ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে অল্লু অর্জুনকে, এমনকী জেলবাসও হয়েছে। ঘটনার ৩০ দিনের মাথায় রাম চরণের (Ramcharan) ‘গেম চেঞ্জার’ (Game Changer) সিনেমার প্রি-রিলিজ ইভেন্ট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দুই তরুণ ভক্ত। এই দুর্ঘটনার পর মৃতদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রযোজক দিল রাজু। তা ছাড়াও রাম চরণের কাকা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী অভিনেতা পবন কল্যাণও সহযোগিতা করার ঘোষণা করেছেন। আরও পড়ুন- Muskaan Nancy James | Hansika Motwani: 'ননদ' হংসিকার নির্যাতনে অসাড় শরীরের একাংশ! আদালতে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী... গত ৪ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের রাজামুন্ড্রিতে ‘গেম চেঞ্জার’ সিনেমার প্রি-রিলিজ ইভেন্টের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে রাম চরণ, অন্ধ্রপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার, অভিনেতা পবন কল্যাণও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান আরভা মণিকান্ত (২৩) ও থোকাডা চরণ (২২)। তাঁদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রামচরণ। প্রযোজক দিল রাজু বলেন, “অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে মর্মান্তিকভাবে দুজন মারা গেছেন। খবরটি পবন কল্যাণও জানতে পেরেছেন। এ বিষয়ে বিকল্প কিছু করার আছে কিনা তা তিনি জানতে চেয়েছেন। কারণ এটি খুবই দুঃখজনক ঘটনা; যা এই বড় ইভেন্টের পরে ঘটেছে। আমি এবং রাম চরণও এ নিয়ে আলোচনা করেছি। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ঘটনার পরেই প্রত্যেক পরিবারের জন্য ৫ লাখ টাকা দিয়েছি এবং আমরা তাদের পাশে থাকব।” এছাড়া পবন কল্যাণও প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা করেছেন। আরও পড়ুন- Fact Check: মক্কা থেকে ভাইরাল শাহরুখ-গৌরীর ছবি, বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন মেগাস্টারের স্ত্রী? প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণের বড় বাজেটের সিনেমা ‘গেম চেঞ্জার’। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা। এতে শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। তাঁর বিপরীতে রয়েছেন কিয়ারা আদবানি। পলিটিক্যাল-ড্রামা ঘরানার এই সিনেমার বাজেট ৪৫০-৫০০ কোটি। রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন— অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ। আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে 'গেমচেঞ্জার'। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.