BENGALI

West Bengal News LIVE Update: অন্তঃস্বত্তা স্ত্রীকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ব্যবস্থা নেয়নি পুলিস...

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র ২৪ ঘণ্টা ডিজিটালে- জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES- (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল) 7 January 2025, 09:30 AM আজ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ তিনটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। প্রায় ২৬০০০ এসএসসি শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলার শুনানি। এই মামলায় এর আগে শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল, মামলার বিচার্য বিষয় সম্পূর্ণ প্যানেল বাতিল করা হবে নাকি বৈধ ও অবৈধ চাকরিপ্রার্থীদের তালিকা পৃথক করা হবে। ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলায় সময়ের অভাবে দীর্ঘদিন শুনানি হয়নি। শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, মামলাটিতে দীর্ঘ শুনানির প্রয়োজন। কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। ওবিসি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলাতেও কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছে রাজ্য সরকার। হাইকোর্টের নির্দেশে কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে। কয়েকবার শুনানি হলেও তাতে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। 7 January 2025, 09:15 AM অন্তঃস্বত্তা স্ত্রীকে মারধর এর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রবীন্দ্র সরোবর থানার দ্বারস্থ দক্ষিণ ভারতের স্থায়ী এবং কলকাতার অস্থায়ী বাসিন্দা অনুরাধা রামন। শনিবার বেধড়ক মারধর করা হয় মহিলাকে, এমনটাই মহিলার অভিযোগ। স্বামী সহ আরো একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ। দেশপ্রিয় পার্ক এর বাড়িতে মারধরের অভিযোগ। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ ঘটনার পর ৩ দিন কেটে গেলেও পুলিসের তরফ থেকে নেওয়া হয়নি কোনও উপযুক্ত ব্যবস্থা। 7 January 2025, 08:45 AM তৃণমূল কংগ্রেস করার অপরাধে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো আইএসএফ এর বিরুদ্ধে। সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা পঞ্চায়েতের বেলেখালি গ্রামে।ঘটনায় গুরুতর জখম হয়েছেন রশিদ সেখ,রফিকুল সেখ,সারুফ সেখ নামে তিন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। ঘটনার বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থরা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিস। 7 January 2025, 08:45 AM জিনাতের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে বাঘের আতঙ্ক দানা বেঁধেছে পুরুলিয়া - ঝাড়খন্ড সীমান্ত এলাকায়। সন্ধ্যা নামলেই শুনশান হয়ে পড়ছে এলাকা। ঝাড়খণ্ডের চাণ্ডিল লাগোয়া জঙ্গলে ঘোরাফেরা করছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘের গলায় জিনাতের মতো রেডিও কলার না থাকায় বাঘের গতিবিধি জানতে হিমসিম খেতে হচ্ছে ঝাড়খণ্ডের বনবিভাগকে। 7 January 2025, 08:45 AM শিয়ালদহ থেকে হাওড়া গামী ২১২ রুটের বেসরকারি বাস ডোরিনা ক্রসিংয়ে সিগন্যাল লাল হওয়ায় হঠাৎ ব্রেক কষে। পিছনেই ঝড়ের গতিতে আসছিল রুবি থেকে বাইপাস হয়ে হাওড়া গামী এসি ২৪ রুটের বাস। সামনের ২১২ হঠাৎ দাঁড়িয়ে যাওয়ায় শেষ মুহূর্তে সরকারি বাসের চালক ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। সরকারি বাসের সামনের অংশ, ড্রাইভার কেবিনের প্রায় গোটা টাই খুলে ছিটকে রাস্তায় পড়ে। পুলিস দুটি বাসকে আটক করে। দুটি বাসে নগণ্য যাত্রী ছিলেন। তারা অল্পবিস্তর আহত হন। কারুর আঘাত গুরুতর নয়। তবে সরকারি বাসের চালকের আঘাত গুরুতর। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.