BENGALI

Bangladesh: বাংলাদেশে জাহাজ থেকে উদ্ধার ৭ জনের লাশ, কীভাবে মৃত্যু? ঘনাচ্ছে রহস্য..

Bangladesh: ঘড়িতে তখন ৩ বেজে ১৫ মিনিট। সোমবার নীলকমল ইউনিয়নের মাঝের চর নামে একটি জায়গা থেকে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে বাংলাদেশের কোস্টগার্ড ও নৌ পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, জাহাজের ডাকাতিতে বাধা দেওয়াতেই এই ঘটনা। সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশে নোঙর করা জাহাজে মিলল ৭ জনের দেহ। গুরুতর আহত অবস্থায় পাওয়া গেল আরও একজনকে। হাসপাতালে ভর্তি তিনি। ঘটনাটি ঘটেছে র চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়। আরও পড়ুন: Syria: সিরিয়া ছেড়ে আরও ভিখারি আসাদ, রাজ্য গিয়েছে এবার তাঁকে ছেড়ে যেতে চান স্ত্রীও ঘড়িতে তখন ৩ বেজে ১৫ মিনিট। সোমবার নীলকমল ইউনিয়নের মাঝের চর নামে একটি জায়গা থেকে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে বাংলাদেশের কোস্টগার্ড ও নৌ পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, জাহাজের ডাকাতিতে বাধা দেওয়াতেই এই ঘটনা। নিহতরা হলেন-জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল ইসলাম। আর একজনের পরিচয় জানা যায়নি এখনও। আহত হয়েছেন জুয়েল। সকলেরই বাড়ি বাংলাদেশের নড়াইল জেলায়। এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের নৌ পুলিস চাঁদপুর অঞ্চলের পুলিস সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান। মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজের অপর জাহাজ মুগনি-৩ এর মাস্টার বাচ্চু মিয়া ও গ্রিজার মো. মাসুদ জানান, সার বহনকারী আল বাখেরাহ রোববার সকাল ৮টায় বাংলাদেশের চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। এরপর কোম্পানির মালিক শিপন বাখেরাহ জাহাজে ফোন করে কাউকে পাননি। শেষে ওই জাহাজের সঙ্গে যোগাযোগ করতে বলা হয় মুগনি জাহাজকে। ওই এলাকা দিয়ে যাওয়ার সময়ে বাখেরাহ জাহাজটি দেখতে পান মুগনি জাহাজের কর্মীরা। জাহাজের লোকদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বর ফোন করেন তাঁরা। চাঁদপুর থেকে বাংলাদেশের কোস্টগার্ড ও নৌ পুলিস ঘটনাস্থলে উপস্থিত হয়। নৌ পুলিসের চাঁদপুর অঞ্চলের পুলিস সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমানের উপস্থিতিতে কোস্টগার্ড ও নৌ পুলিশ জাহাজ থেকে প্রথমে পাঁচজনের দেহ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনিসুর রহমান বলেন, জুয়েল নামে একজনের ধারালো অস্ত্রের আঘাতে গলা ও শ্বাসনালিও কাটা ছিল। প্রাথমিক চিকিৎসা পর তাঁকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া উদ্ধার করে আরও দুজন সজিবুল ও মাজেদুলকে মৃত অবস্থায় আনা হয়। তাদের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নৌ পুলিসের চাঁদপুর অঞ্চলের পুলিস সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, জাহাজে ডাকাতি করতে বাধা দেওয়ায় তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটির তদন্ত চলছে। আরও পড়ুন: Plane Crash: হাড়হিম করা ঘটনা! জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল বিমান! মৃত অন্তত ১০, আহত বহু. (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.