BENGALI

Fact Check: মক্কা থেকে ভাইরাল শাহরুখ-গৌরীর ছবি, বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন মেগাস্টারের স্ত্রী?

Shah Rukh-Gauri in Mecca: ধর্ম নিয়ে যে শাহরুখের পরিবারে কোনও ছুত্‍মার্গ নেই, সেকথা জানিয়েছেন বারংবার। গৌরী হিন্দু ও শাহরুখ মুসলিম হলেও তাঁরা একে অপরের ধর্মকে সম্মান করেন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজযাত্রার ছবি। তাহলে কি ধর্ম পরিবর্তন করলেন গৌরী? সত্যিটা কী? জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শাহরুখ খান (Shah Rukh Khan) ও গৌরী খানের (Gauri Khan) ৩৩ বছরের দাম্পত্য জীবন। কিন্তু সেই দাম্পত্যে ধর্ম কখনই কোনও ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাত্‍কারে জানিয়েছেন শাহরুখ। শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি তিনি। কিন্তু এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজযাত্রার ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী? আরও পড়ুন- Govinda: আলাদা বাড়িতে থাকছেন গোবিন্দা-সুনীতা, ৩৭ বছরের দাম্পত্যে ফাটল! ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাত্‍কারে গৌরী জানিয়েছেন যে কখনই তাঁকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকী শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। ধর্ম নিয়ে যে শাহরুখের পরিবারে কোনও ছুত্‍মার্গ নেই, সেকথা জানিয়েছেন বারংবার। গৌরী এক সাক্ষাত্‍কারে জানান, তিনি ও শাহরুখ বরাবরই একে অপরের ধর্মকে সম্মান করেন। শাহরুখ ও গৌরীর তিন সন্তান আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন তাঁদের। তাঁদের বাড়ি মন্নতে একই আসনে রাখা হিন্দু দেবতা ও কোরান। মন্নতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ। আনা হয় গণপতিকেও। সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তাঁর বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ জানান যে তিনি তাঁর সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তাঁরা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তাঁরা ভারতীয়, এটাই তাঁদের পরিচয়। আরও পড়ুন- Tahsan Marriage: মিথিলা অতীত, রোজার 'মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন'! বিয়ে করলেন তাহসান... A post shared by Abdul Wajeed (@wtv_news_media) বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবী লাগালেও তিনি এখনও হিন্দু। আর তাঁর ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি AI দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্ক নেই। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.