Bangladesh: বদলের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে বিএনপির ১ দফা দাবির একটি অংশ পূরণ হলেও যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বদলের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে বিএনপির ১ দফা দাবির একটি অংশ পূরণ হলেও যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতাদের দাবি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা রাজনৈতিক দলগুলো মানবেন না বলেও জানান তারা। সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনীসহ বাংলাদেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে লিয়াঁজো কমিটি। বৈঠক শেষে ১২ দলীয় জোটের নেতারা জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময়ের ঐক্যের প্রয়োজনীয়তার শপথে অতিতের মত আগামীতেও বিএনপির সঙ্গে কীভাবে কাজ করবে জোট তা নিয়ে আলোচনা হয়েছে। ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে কী করণীয় তা নিয়ে কথা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এখনও ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি।’ আরও পড়ুন: Kolkata Accident: ডিভাইডারে ধাক্কা লেগে একেবারে ব্রিজের নিচে! সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত ২... একই ইস্যুতে পরে বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশের সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে তারা জানান, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের ধাপ পূরণ করতে হবে। আর সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা মানবেন না বলেও জানান তারা। বাংলাদেশের সমমনা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ক ফরিদ উজ জামান ফরহাদ বলেন, ‘সমস্ত সমস্যার সমাধান হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হলে। প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন, প্রেস সচিব আরেকটি। আমরা সুনির্দিষ্ট সময় জানতে চাই। সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক হবে না। দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানাই।’ দলগুলির সঙ্গে বৈঠক শেষে লিয়াঁজো কমিটির প্রধান বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘একসঙ্গে দীর্ঘ সময় আন্দোলন করেছি আমরা। তারই ধারাবাহিকতা আজকের বৈঠক আমাদের ১ দফার একটা অংশ, স্বৈরাচারের পতন হয়েছে। এখন নির্বাচন। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সমমনা দলগুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে।’ তিনি বলেন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা নিয়ে দলগুলোর সাথে আলোচনা হলেও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এই বৈঠকে। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)
NZ
319/8 (83.0 ov)
|
VS |
ENG
|
Full Scorecard → |
Popular Tags:
Share This Post:
What’s New
Spotlight
Today’s Hot
-
- January 6, 2025
-
- January 6, 2025
-
- January 6, 2025
Featured News
Latest From This Week
Bangladesh: বদলের বাংলাদেশে বাড়ছে বেকারত্ব! তিনমাসেই কর্মহীন...
BENGALI
- by Sarkai Info
- January 6, 2025
Shahid Kapoor: বেপরোয়া পুলিস শাহিদ, 'দেবা' এসেই বাঁধাল ধুন্ধুমার...
BENGALI
- by Sarkai Info
- January 6, 2025
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.