BENGALI

WATCH | Deadly Helicopter Accident: ভয়ংকর! কুয়াশার জেরে মহা বিপর্যয় মাঝ আকাশেই! মৃত্যু ৪...

Deadly Helicopter Accident: এরপরই সেটি মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মীর। সূত্র অনুযায়ী, কপ্টারটি হাসপাতালেরই। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের সময়, চারিদিক কুয়াশায় ঢাকা। আর সেই কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা। মাঝ আকাশেই ঘটে গেল মহা বিপর্যয়। রবিবার হাড়হিম করা ঘটনায় এক চিকিৎসক সহ ৪ জনের মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। কুয়াশার কারণে হেলিকপ্টার চালক দেখতে না পেয়ে ধাক্কা মারল হাসপাতালে। ভয়াবহ ঘটনাটি ঘটেছে তুরস্কের মুঘল প্রদেশে। An Eurocopter EC-135P2+ ambulance helicopter (TC-HYD) operating for the Turkish Ministry of Health hit the Muğla Training and Research Hospital and fell into an empty field while taking off. All 4 on board were killed. pic.twitter.com/25bCCaTwLW — Aviation Safety Network (ASN) (@AviationSafety) December 22, 2024 প্রদেশের ইদ্রিস আকবিয়িক তিনি জানিয়েছেন, টেক-অফের পর ধাক্কা হাসপাতালে ধাক্কা মারে হেলিকপ্টারটি। আরও পড়ুন: Sheikh Hasina: শেখ হাসিনার বিরুদ্ধে জারি ইন্টারপোলের রেড নোটিস! এবার কি দিল্লি ছাড়তে হবে মুজিবকন্যাকে? এরপরই সেটি মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই পাইলটের। এক চিকিৎসক ও এক স্বাস্থ্যকর্মীর। সূত্র অনুযায়ী, কপ্টারটি হাসপাতালেরই। ছাদে টেক-অফ করার মুহূর্তে ঘটে বিপত্তি। কুয়াশার ঘনত্ব এতবেশি ছিল সেই কারণে পাইলটরা বুঝতে পারেননি। যতক্ষণে বোঝেন ততক্ষনে সব শেষ! একপ্রকার নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের উপরের দিকের কাচের দেওয়ালে ধাক্কা মারে। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। প্রসঙ্গত, কিছুদিন আগেও দুটি হেলিকপ্টারের সংঘর্ষে বহু জওয়ান নিহত হয়েছিলেন। (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.