BENGALI

Sunil Gavaskar | Border-Gavaskar Trophy: 'একজন ভারতীয় বলেই...' যাঁর নামে ট্রফি তিনিই শেষে ব্রাত্য! ক্ষোভে ফুঁসছেন গাভাসকর

Sunil Gavaskar: যাঁর অর্ধেকটা জুড়ে বর্ডার-গাভাসকর ট্রফি, সেই মানুষটিই শেষে ব্রাত্য! ক্ষোভে ফুঁসছেন সুনীল গাভাসকর জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ বছর হয়ে গেল বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy)। সেই ১৯৯৬-৯৭ সালে ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS) দুই সফল অধিনায়ক-সুনীল গাভাসকর ও অ্যালান বর্ডারের (Sunil Gavaskar And Allan Border) নামে এই ট্রফির নামকরণ হয়েছিল! বাইশ গজে পাঁচদিনের ক্রিকেটের অত্যন্ত সম্মানীয় এই দ্বিপাক্ষিক সিরিজ। আর এই ঐতিহাসিক সিরিজেই এমন এক ঘটনা ঘটে গেল, যা ছিল অনভিপ্রেত, যাঁর নামে এই ট্রফির নামকরণ সেই গাভাসকরকেই শেষে ব্রাত্য করে রাখা হল! যা মানতে পারলেন না কিংবদন্তি সানি জি। আরও পড়ুন: বিরাট-রোহিত যুগের অবসান! দুই মহীরুহর ভবিষ্যৎ লিখল বিসিসিআই! বোমা ফাটালেন গৌতিই... ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের! সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ বিজিটি ২০২৪-২৫ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। তবে ভারতের জন্য আরও বড় ধাক্কা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা পুরোপুরি শেষ হয়ে যাওয়া। প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ভারতকে ছাড়া। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। রবিবার সিডনিতে প্যাট কামিন্সের হাতে বর্ডার-গাভাসকর ট্রফি তুলে দেন বর্ডার! ডাকা হল না গাভাসকরকে, অথচ ট্রফির অর্ধেকটা জুড়ে তাঁরই নাম! গাভাসকর এই প্রসঙ্গে বললেন, 'পুরস্কারপ্রদান অনুষ্ঠানে থাকতে পারলে অবশ্যই আমার ভালোলাগত। এটা তো বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়া এবং ভারত সম্পর্কিত। আর আমি তো এখানেই আছি। অস্ট্রেলিয়া জিতেছে, এটা আমার কাছে কোনও ব্যাপার নয়। তারা ভালো ক্রিকেট খেলেছে বলেই জিতেছে। ঠিক আছে। আমি একজন ভারতীয় বলেই কি ট্রফিটি দিতে পারলাম না! আমার ভালো বন্ধু অ্যালান বর্ডারকে ট্রফি উপহার দিতে পারলে খুশিই হতাম।' বর্ডারের সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গে সানি বলেছেন, 'আমি তো এবি-কে (অ্যালান বর্ডার) খুবই পছন্দ করি। ১৯৮৭ সালে আমরা যখন এমসিসি-র বিরুদ্ধে অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে খেললাম, তখন থেকেই আমাদের সম্পর্ক গড়ে ওঠে, আমরা তিন সপ্তাহ একসঙ্গে কাটিয়েছি, ঘুরেছি। এমসিসি-র বিরুদ্ধে খেলার আগে কাউন্টির বিরুদ্ধে কয়েকটি ম্যাচও খেলেছি। আমাদের দারুণ একটা বন্ডিং হয়ে গিয়েছিল। একে অপরের জানার পাশাপাশি দু'জনের সংস্কৃতিও জেনেছি। আজকাল আইপিএল যেটা করে, বিভিন্ন দেশের মানুষদের একত্রিত করে। ভারত- অস্ট্রেলিয়া সিরিজ আমাদের নামে নামকরণ করায় আমি খুবই সম্মানিত। এটা বিশেষাধিকার ও আশীর্বাদ। এক আইকনিক সিরিজ।' গাভাসকরকে পুরস্কারপ্রদান অনুষ্ঠানে না ডাকায় নেটপাড়ায় ঝড় উঠে গিয়েছে। আরও পড়ুন: টেস্টে অপরাজিত ৩০৩! ভারত ভুলে গিয়েছে এই নক্ষত্রকে, সবার অলক্ষ্যেই আজ বিশ্বরেকর্ড! (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল)

NZ
319/8
(83.0 ov)
VS
ENG
Full Scorecard →

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.