BENGALI

West Bengal News LIVE Update: ফের মেট্রোয় ঝাঁপ! চাঁদনি চকে স্টেশনে আপ লাইনে আত্মহত্যার চেষ্টা...

West Bengal News LIVE Update: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র ২৪ ঘণ্টা ডিজিটালে- জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES- (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App , Facebook , Whatsapp Channel , X (Twitter) , Youtube , Instagram পেজ-চ্যানেল) 6 January 2025, 09:15 AM Jalpaiguri Accident: গাড়ির সঙ্গে মোটর বাইকের ধাক্কা। দুমরে মুছড়ে যায় চারচাকা এবং মোটরবাইক। ময়নাগুড়ি দোমহানি রোড হয়ে জলপাইগুড়ি- শিলিগুড়ি যাওয়ার পথে গোশালা ট্রাফিক মোড়ে একটি বিলাসবহুল চার চাকার গাড়ি পারাপারের সময় দ্রুত গতিতে মোটর বাইকের সাথে ধাক্কা লাগে। চারচাকা গাড়িটির সামনের দিকে দুমছে মুছরে যায়। মোটর বাইকটিরও ক্ষতি হয়। আহত ২, মোটরবাইক চালক এবং আরোহী দুজনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জামান। 6 January 2025, 09:15 AM Sealdah Station: ঘন কুয়াশার কারণে শিয়ালদা মেইন শাখার ট্রেন প্রায় ৩০ থেকে ৪০ মিনিট অবধি লেটে চলছে। নিত্যযাত্রীদের জানাচ্ছেন এই বছরের সবচেয়ে বেশি ঘন কুয়াশা আজ। দৃশ্যমানতা এতটাই কম সেই কারণে ট্রেন কিছুটা দেরিতে চলছে। 6 January 2025, 09:15 AM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি। চিঠি দিল দেশের সব থেকে বড় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। 6 January 2025, 09:15 AM Netaji Subhash Chandra Bose International Airport: দৃশ্যমান্যতা ৫০মিটারের নীচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত কলকাতা বিমানবন্দরে। সোমবার ভোর ৪টে থেকে দৃশ্যমান্যতা ৫০মিটারের নীচে নেমে যায়। এরফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। এখন দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে থাকায় কলকাতা বিমানবন্দর থেকে কোন বিমান প্রস্থান অর্থাৎ ডিপারচার করেনি। অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট-৩ ব্যবস্থা রয়েছে সেই সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। বিমানবন্দর সূত্রে খবর, এখন পর্যন্ত ২-৩টি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়াতেই এই বিপত্তি দেখা দিয়েছে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.