WEST-BENGAL

West Bengal News Live: 'জনগণের প্রতি কোনও দায়বদ্ধতা নেই', বিজয় দিবসে ইউনূস সরকারকে ফের আক্রমণ হাসিনার

Follow Us News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন। Latest West Bengal News Live Updates: বিজয় দিবসে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ফের নিশানা ক্ষমতাচ্য়ুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামি লিগের এক্স হ্যান্ডেলে হাসিনার বক্তব্য পোস্ট করা হয়েছে। সেখানে হাসিনা বলেছেন, ' এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে বিষোদগার করা এবং তাদের কণ্ঠরোধ করা।' এদিকে, ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের অন্দরেই বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে। সূত্রের খবর, দলনেত্রী স্বয়ং ফিরহাদের এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে ফিরহাদ যা বলেছে তাতে দলের অনুমোদন নেই। পুরমন্ত্রীর বক্তব্য দলের নীতি, অবস্থান কোন কিছুর সঙ্গেই সম্পর্কিত নয়। এই ধরণের মন্তব্য দলের অবস্থান বা আদর্শকে প্রতিফলিত করে না। শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট। আরও পড়ুন ফিরহাদের মন্তব্যে বিতর্কের ঝড়, মন্ত্রীর বক্তব্যের দায় এড়িয়ে কঠোর বার্তা দিল দল অন্যদিকে, চিন্ময়কৃষ্ণ দাসের (ChinmoyKrishna Das) মৃত্যুর আশঙ্কা তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষের। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য এপার বাংলায় এসেছেন রবীন্দ্র ঘোষ। বারাকপুরে বিশেষ কাজে গিয়েছিলেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের বিশিষ্ট আইনজীবী। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাড়তে চলেছে তাপমাত্রা। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ, ১৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঘন কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইন্টারভিউ দিতে ডেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। 'আত্মরক্ষার্থে' ব্লেড দিয়ে ব্যক্তির যৌনাঙ্গ কেটে দিলেন মহিলা। হুগলির কোন্নগরের মনসাতলা এলাকার ঘটনা। বিজয় দিবসে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ফের নিশানা ক্ষমতাচ্য়ুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামি লিগের এক্স হ্যান্ডেলে হাসিনার বক্তব্য পোস্ট করা হয়েছে। সেখানে হাসিনা বলেছেন, ' এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হওয়ায় জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে বিষোদগার করা এবং তাদের কণ্ঠরোধ করা।' ব্যাঙ্ক-প্রতারণা মামলার তদন্তে মঙ্গলবার সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় ইডি-র হানা। গড়িয়াহাট, দমদম ক্যান্টনমেন্ট এলাকায় চলছে তল্লাশি। ২০২২ সালে SBI-এর তরফে ৩ হাজার ২৮০ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্তভার নেয় সিবিআই। সেই মামলাতেই এদিন সকালে কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। চিন্ময়কৃষ্ণ দাসের (ChinmoyKrishna Das) মৃত্যুর আশঙ্কা তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষের। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য এপার বাংলায় এসেছেন রবীন্দ্র ঘোষ। বারাকপুরে বিশেষ কাজে গিয়েছিলেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের বিশিষ্ট আইনজীবী। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের অন্দরেই বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে। সূত্রের খবর, দলনেত্রী স্বয়ং ফিরহাদের এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে ফিরহাদ যা বলেছে তাতে দলের অনুমোদন নেই। পুরমন্ত্রীর বক্তব্য দলের নীতি, অবস্থান কোন কিছুর সঙ্গেই সম্পর্কিত নয়। এই ধরণের মন্তব্য দলের অবস্থান বা আদর্শকে প্রতিফলিত করে না। শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট। আরজি কর কাণ্ডে (RG Kar Case) সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের প্রতিবাদে মঙ্গলবার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ধরনা অবস্থানে বসতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়ে ইমেল করেছিল চিকিৎসকদের সংগঠনের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। কিন্তু অবস্থানে বসার অনুমতি দেওয়া হয়নি তাঁদের। সোমবার লালবাজারের তরফে জানানো হয়েছে, ধরনার অনুমতি দেওয়া অসম্ভব। কেন অনুমতি দেওয়া হয়নি, তার কারণও জানিয়েছে কলকাতা পুলিশ। পুলিশের থেকে অনুমতি না পাওয়ায় এ বার চিকিৎসকদের সংগঠন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে। None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.