WEST-BENGAL

Bangladesh Crisis: 'বাংলাদেশকে গালাগালি না করে নিজের দায়িত্ব পালন করুন', কাদের ঠুকলেন নওশাদ?

Follow Us Nawsad Siddique: নওশাদ সিদ্দিকী Bangladesh Unrest: অশান্তির স্রোত বাংলাদেশে। দিকে দিকে হিন্দু মহল্লায় বেছে বেছে চলছে আক্রমণ। ওপার বাংলার অস্থির পরিস্থিতির আঁচ ছড়িয়েছে এপার বাংলাতেও। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সুর চড়াচ্ছেন একাধিক দলের নেতা। এই আবহে এবার দেশপ্রেমিক হওয়ার বার্তা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। "বাংলাদেশের লোক এখানে চিকিৎসা করাতে আসতে পারবে না। বাংলাদেশের লোককে আমরা চিকিৎসা পরিষেবা দেব না। বাংলাদেশের বইও এখানে বিক্রি করা যাবে না। সেগুলো কিন্তু দিচ্ছে না। ওরা ভালোই জানে এগুলো করলে দুটো দেশের সম্পর্ক তলানিতে যাবে। এরই মধ্যে কিছু রাজনৈতিক দলের নেতা কত বড় হিন্দু প্রেমিক তা প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন। তেমনই আমাদের মধ্যেও কিছু জন আছেন যারা কত বড় দেশপ্রেমিক তা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। বাংলাদেশকে গালাগালি না করে নিজের দায়িত্ব পালন করুন।" উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের অবসানের পর বাংলাদেশের দায়িত্ব নিয়েছে মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে অভিযোগ, ইউনুস সরকারের মদতেই সে দেশের দিকে দিকে হিন্দুদের উপর নির্যাতন চলছে। একের পর এক মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে। হিন্দু পাড়ায় ঢুকে তাদের বাড়ি-ঘর, দোকানে আগুন ধরানো হচ্ছে। প্রাণভয়ে কার্যত সিঁটিয়ে রয়েছেন ওপার বাংলার হিন্দুরা। আরও পড়ুন- West Bengal News Live: ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, নজর আজ সুপ্রিম কোর্টে আরও পড়ুন- Sixth Finance Commission: ষষ্ঠ অর্থ কমিশন গড়ল রাজ্য, পঞ্চায়েতের মানোন্নয়নে নজর আরও পড়ুন- West Bengal Weather: হঠাৎ গায়েব ঠান্ডার দাপট, বঙ্গোপসাগরে নিম্নচাপ, কাল থেকেই বৃষ্টি কোন কোন জেলায়? None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.